অবশেষে আসছে চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা ‘ভাঙন’। গত বুধবার সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। আগামী ৪ নভেম্বর সিনেমাটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন।
পরিচালক জানিয়েছেন, ভাঙন মূলত কতিপয় ছিন্নমূল মানুষদের জীবনের গল্প। একটি পুরোনো রেলস্টেশনকে কেন্দ্র করে হকার, ভিখারি, চুড়িওয়ালি, যৌনকর্মী, দালাল, মাদকসেবীসহ কতিপয় ক্ষুদ্রব্যবসায়ী মানুষের যাপিত জীবনের কথা। সিনেমায় ফেরি করে চুরি ফিতা বিক্রেতার চরিত্রে দেখা যাবে বাংলা চলচ্চিত্রের এক সময়ের দাপুটে অভিনেত্রী মৌসুমীকে।
ভাঙনে মৌসুমীর সাথে জুটি বেঁধেছেন ফজলুর রহমান বাবু। গল্পে তার নাম মোহন গাইন। পেশায় বংশীবাদক। ঘর-সংসারহীন মোহন থাকে রেলস্টেশনে। একসময় চুড়িওয়ালি জুলির (মৌসুমী) প্রেমে পড়ে। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে। জুলিও তাকে আপনজন ভেবে নেয়। তার কাছে নিজের ফেলে আসা জীবনের গল্প বলে। মৌসুমী ও বাবু ছাড়াও ভাঙনে পকেটমার চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, রেলস্টেশনে এসে জড়ো হওয়া কিছু ছিন্নমূল মানুষের গল্পের ছবির ভাঙন। এখানে ফেরিওয়ালার চরিত্রে অভিনয় করছি। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে ছবি দুটি দর্শকের ভালো লাগবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ