ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রেকা-২ নিয়ে নতুন ভাবনায় হইচই

প্রকাশনার সময়: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:০৩

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’, ইংরেজিতে সংক্ষিপ্ত নাম ‘REKKA’, বাংলায় ‘রেকা’। লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে ওয়েব সিরিজ রেকা নির্মাণ করেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি।

হইচইয়ে মুক্তি পাওয়া সিরিজটি দুই বাংলাতেই আলোচিত হয়। সিরিজটি দেখার পর সবার প্রশ্ন ছিল, ‘রেকা’ এর দ্বিতীয় সিজন হবে কি না?

হইচই বাংলাদেশ ও লেখক দু’জনেই এখন নিশ্চিত করেছেন, রেকা ২ আসবে।

হইচই বাংলাদেশের জনসংযোগ ও বিপণন বিভাগের ম্যানেজার ফয়সাল মাহমুদ বলেন, ‘অবশ্যই রেকা ২ হবে। কবে থেকে হবে, কে পরিচালনা করবেন, কে কে থাকবেন, সে বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।’

তিনি আরো জানান, ২০ সেপ্টেম্বর একটি ঘোষণার মাধ্যমে জানানো হবে আগামীতে প্ল্যাটফর্মটি কী করতে চায়।

রেকা ২ নির্মিত হবে মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসের দ্বিতীয় খণ্ড অবলম্বনে। মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘রেকা ২ হবে। এখানে কিছু নতুন চরিত্র ঢুকতে পারে। প্রথমবার তো মহামারির কারণে অনেক কিছু করা যায়নি। এবার আশা করি পরিকল্পনা অনুযায়ী কাজ করা যাবে।’ তবে প্রধান চরিত্রগুলো পরিবর্তন হওয়ার তেমন সুযোগ নেই বলে জানান নাজিম।

গুঞ্জন আছে রেকা ২ সৃজিত মুখার্জি পরিচালনা করবেন না। বাংলাদেশের কোনো পরিচালকের নির্দেশনায় হবে শুটিং। এ বিষয়ে নাজিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘হইচই খুব করে চাচ্ছে বাংলাদেশের কেউ পরিচালনা করুক রেকা ২। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। দেখা যাক কী হয়।’

রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি সিরিজে মুসকান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তিনি এখন রয়েছেন মুম্বাইয়ে। সেখান থেকে শনিবার ইনস্টাগ্রামে লাইভে আসেন অভিনেত্রী। কথা বলার এক পর্যায়ে রেকা ২ নিয়ে দর্শকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনিও খুব আগ্রহী মুসকান হয়ে আবারো পর্দায় আসতে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ