সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে মেধাবী নির্মাতা মাহমুদ দিদারের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’।
এ তথ্য সংবাদমাধ্যমকে দিয়েছে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। কোনো সিনেমা মুক্তি দিতে হলে যোগাযোগ করতে হয় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। সেখানে মুক্তির জন্য তারিখ বরাদ্দ চেয়ে আবেদন করতে হয়।
সমিতি জানিয়েছে, ‘বিউটি সার্কাস’ সিনেমাটির মুক্তির আবেদন জমা পড়েছে। সিনেমাটি ২৩ সেপ্টেম্বর মুক্তির জন্য তারিখ বরাদ্দ নিয়েছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের ২৩ তারিখে মুক্তি পাবে সিনেমাটি।
এ প্রসঙ্গে পরিচালক মাহমুদ দিদার বলেন, আমার প্রাথমিকভাবে সেপ্টেম্বরের চতুর্থ সাপ্তাহে ‘বিউটি সার্কাস’ সিনেমাটির মুক্তি চিন্তা করেছি। সেইভাবে সব প্রস্তুতি নিচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে আমার তারিখ জানাতে পারব।’
মূলত সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর বিভিন্ন সময় ছবিটি সম্পর্কে তথ্য পাওয়া গেলেও মুক্তি পায়নি এটি। নির্মাতা এই বিলম্বের পেছনের কারণ হিসেবে দেখিয়েছিলেন আর্থিক সংকটকে। ছবিটিতে মূল ভূমিকায় দেখা যাবে নন্দিত অভিনেত্রী জয়া আহসানকে। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ ও এবিএম সুমন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ