দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী এই গ্ল্যামারকন্যা। তিনি মনে করেন, ক্রমশ শোবিজ জগতে কাজের সুযোগ কঠিন হয়ে উঠছে। কেন না প্রতিনিয়ত নতুন নতুন শিল্পী আসছে। ফলে প্রতিযোগিতাও বাড়ছে।
বিষয়টি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, প্রতিযোগিতা সব ক্ষেত্রেই বেড়েছে। কারণ ভালো ভালো ছেলে-মেয়েদের সিনেমার প্রতি ঝোঁক, ভালোবাসা তৈরি হচ্ছে। তারা ভালো কাজ করতে চাইছে। প্রশিক্ষণ নিচ্ছে। ফলে সেইদিক থেকে যদি বিচার করা যায়, কাজ পাওয়া বা কাজটাকে ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত , ‘বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ভয়’, ‘পাতালঘর’সহ আরো বেশ কয়েকটি সিনেমা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ