সরকারি অনুদানে নির্মিত ছবি ‘আশীর্বাদ’ সিনেমার নায়িকা মাহিয়া মাহি ও জেনিফার ফেরদৌসের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান হয়েছে। শিল্পী সমিতি ও পরিচালক সমিতির উদ্যোগে এই দ্বন্দ্বের অবসান হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) এফডিসিতে তাদের দ্বন্দ্বের অবসান করায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ইলিয়াস কাঞ্চনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়।
এ সময় নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক, চিত্রনায়ক রোশান, নায়িকা মাহিয়া মাহি, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শিল্পী সমিতির সামনের বাগানে সাংবাদিকদের মুখোমুখি হন সংশ্লিষ্টরা। মাহির বিরুদ্ধে করা সব অভিযোগ ‘ভুল’ বলে উল্লেখ করেন জেনিফার ফেরদৌস। পাশাপাশি প্রযোজকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোও ‘ভুয়া’ বলে জানান মাহিয়া মাহি।
এ সময় মাহি বলেন, শিল্পীরা ফুলের মতো, খুবই নরম। শিল্পীদের যদি আদর করে কিছু বলা যায়, সবকিছু করা সম্ভব। ১২ ঘণ্টার জায়গায় ২৪ ঘণ্টা কাজ করানোও সম্ভব; আমি এমন অনেক কাজ করেছি। আমি আপুকে (জেনিফার ফেরদৌস) বলব, যেভাবে যা যা হয়েছে- এসব কিছু কমিনিউকেশন গ্যাপের কারণে। সিনেমাটি শুধু আপুর না, আমার রোশনের পরিচালকের।
রোশান বলেন, অনেক ধন্যবাদ জানাই শিল্পী সমিতি ও পরিচালক সমিতিকে। খুব সুন্দর একটা সমাধান হয়েছে। আমি জানতাম সমাধান হয়ে যাবে কারণ আমরা সবাই ইতিবাচক মনোভাব নিয়ে এখানে এসেছিলাম। আপনারা সবাই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন। আশা করি সবার ভালো লাগবে।
‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার বলেন, বিগত তিন সপ্তাহ ধরে আমাদের ‘আশীর্বাদ’ সিনেমার একে অপরকে নিয়ে যে ধরনের বুলিং করা হচ্ছিল- সেটার আজ অবসান হলো। আমাদের মধ্যে যে ভুল-বোঝাবুঝি ছিল তার সুরাহা হয়েছে। একজনের মাধ্যমে আসলে আমাদের কথাবার্তার ছড়িয়ে। এটা আমরা এখন বুঝতে পেরেছি।
মুক্তিযুদ্ধের সিনেমা ‘আশীর্বাদ’। শুক্রবার (২৬ আগস্ট) সারাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন নির্মাতা মানিক।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ