‘আশীর্বাদ’ সিনেমা নিয়ে প্রযোজক জেনিফারের সাথে পরিচালক ও নায়ক-নায়িকার দ্বন্দ্ব চলছিল। মুক্তির তারিখ ঘোষণা নিয়ে শুরু হওয়া বাদানুবাদ গড়ায় ব্যক্তিগত আক্রমণে। নায়ক-নায়িকাকে ছাড়া সংবাদ সম্মেলন করেছিলেন প্রযোজক। পাল্টা সংবাদ সম্মেলনে প্রযোজককে ডাকেননি নায়ক-নায়িকা।
প্রায় ১৫ দিন ধরে চলা সেই বিবাদ সিনেমাটি মুক্তির আগের দিন মিটিয়ে দিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনসহ অন্যরা। আলোচিত সিনেমাটি মুক্তি পাচ্ছে আজ ২৬ আগস্ট।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বিকেল সাড়ে ৫টা থেকে পৌনে ৯টা পর্যন্ত তাদের মধ্যকার চলমান দ্বন্দ্ব সমাধানে বসেন চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির নেতারা।
পরে প্রযোজক জেনিফার সাংবাদিকদের বলেন, দুই গ্রুপের যেকোনো একজনের কারণে আমাদের কথাগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। মাহি যখন সংবাদ সম্মেলন করেছে তখন সে উত্তেজিত হয়ে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। আমিও তার বিরুদ্ধে অনেক কথা বলেছি। সে আমার ছোট বোন। আমাদের মধ্যে ভুলভ্রান্তি হবেই। ভুল বোঝাবুঝি ছিল, সেটার সমাধান হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) আমাদের সিনেমাটি মুক্তি পাচ্ছে। সবাই সিনেমাটি দেখবেন।’
মাহিয়া মহি বলেন, শিল্পীকে যদি আদর করে কিছু বলা যায় তাহলে তার থেকে যেকোনো কাজ করিয়ে নেয়া সম্ভব। ১২ ঘণ্টার জায়গায় ২৪ ঘণ্টা কাজ করানোও সম্ভব। জেনিফার আপুর সাথে যা কিছু ঘটেছে সেটা কমিউনিকেশন গ্যাপের কারণে ঘটেছে। আজ সে বিষয়টি মীমাংসা হলো। যেহেতু শুক্রবার সিনেমা মুক্তি পাচ্ছে, তাই বলবো আপনার সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান, জিয়াউল রোশানসহ আরো অনেকে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ