ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনন্তের মিথ্যাচার, ‘দিন: দ্য ডে’র বাজেট ১০০ নয় ৪ কোটি

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২২, ২১:৪৪

কোরবানি ঈদেও মুক্তি পাওয়া চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ নিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ১০০ কোটি টাকা বাজেট। মুক্তির পর থেকে অনন্ত জলিল ছবিটিকে ১০০ কোটি টাকা বাজেটের বলে দাবি করে আসছেন।

তবে তার সেই দাবিকে নাকচ করে দিয়েছেন সিনেমাটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম। তিনি সিনেমাটির প্রকৃত বাজেট পাঁচ লাখ মার্কিন ডলার বলে দাবি করেছেন। যা বাংলাদেশি মুদ্রায় চার কোটি ৭৪ লাখ টাকারও বেশি।

সোমবার (২২ আগস্ট) নির্মাতা মোর্তজা অতাশ জমজম ইনস্টাগ্রামে ‘দিন: দ্য ডে” সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এমন তথ্য জানা গেছে।

যদিও পরিচালকের এসব অভিযোগ প্রসঙ্গে অনন্ত জলিল এখনই বিস্তারিত কিছু বলতে চান না।

সোমবার সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনন্ত জলিল বলেন, সে তো বাংলা লিখতে পারে না। বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। তারা চাচ্ছে আমি অনন্ত এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি। আমি পরিচালকের সাথে কথা বলে তারপর বিস্তারিত জানাব।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ