ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সংসার সামলানো কতটা কঠিন!

প্রকাশনার সময়: ২০ আগস্ট ২০২২, ১১:১৪ | আপডেট: ২০ আগস্ট ২০২২, ১১:৩৯

অফিসের কাজ ছাড়া বাকি সবকিছুকে সময় নষ্ট মনে করেন হাসিব। সংসার সামলানো তার কাছে আহামরি কোনো বিষয় না। এই হাসিবই একদিন গিয়ে পৌঁছায় তার কলিগের বাসায় একটি গুরুত্বপূর্ণ ফাইলের সন্ধানে। কিন্তু সেখানে সে খুঁজে পায় এমন একদল বিচ্ছু যারা তাকে শিখিয়ে দেয় সংসার সামলানো ঠিক কতটা কঠিন। এই শিক্ষাই পাল্টে দেয় হাসিবের চিন্তা-ভাবনা।

একটি সংসারের প্রতিদিনের ঝুট-ঝামেলা নিয়ে আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন কমেডি জনরার চরকি ফ্লিক ‘সংসার আনলিমিটেড’। ইতোমধ্যে এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে উন্মুক্ত হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের। সঙ্গে রয়েছে মৌসুমি হামিদ, সায়রা জাহান, মীর রাব্বিসহ বেশ কিছু শিশুশিল্পী।

অভিনেতা ইরেশ যাকের বলেন, ‘এই গল্পের বিষয়টা খুব মজার ছিল। পুরুষতান্ত্রিক সমাজে এরকম গল্প আরো অনেক হয়েছে তবে মজা করে গল্প বলাটা খুব জরুরি। কো-আর্টিস্ট হিসেবে যারা ছিলেন মৌসুমি, রাব্বি, সায়রা তারা খুব কাছের মানুষ। তবে এই কাজ করতে গিয়ে আমি খুব মুগ্ধ হয়েছি আমার শিশু সহ-অভিনেতাদের পেয়ে। আশাকরি কাজটি সবার পছন্দ হবে।’

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ