বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অনুষ্ঠান থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে।
বিষয়টি জানিয়ে শুক্রবার (১৯ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।
পোস্টে তিনি লিখেন, ‘চুরি হয়ে গেলো ব্যাগ এফডিসি এর ভেতর থেকে, সব ছিল ওখানে। যদি ইন্ডাস্ট্রির কেউ জানেন কারা এ কাজগুলো করে প্লিজ সাহায্য করেন ‘
জানা যায়, বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে শোক দিবসের ওই অনুষ্ঠানে ব্যাগ চুরির পর তিনি তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তিনি জানান, চুরি যাওয়া ব্যাগে তার মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ঘরের চাবিসহ গুরুত্বপূর্ণ অনেক কিছু ছিল। তবে ফোনে থাকা অনেক ছবি হারিয়ে যাওয়ার আশঙ্কাই বেশি পোড়াচ্ছে তাকে।
এফডিসিতে শোক দিবসের ওই অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় অরুণা বিশ্বাস ব্যাগটি চেয়ারে রেখে যান। ফিরে এসে সেটি আর দেখতে পাননি।
তিনি বলেন, আমি আর অঞ্জনা দিদি তখন পাশাপাশি বসা ছিলাম। অঞ্জনা দিদিকে বলি, দেখে রেখো ব্যাগটা। কথা বলা শেষে এসে দেখি, ব্যাগ আর নেই! আমি তো হতভম্ব হয়ে যাই।
অরুণা বিশ্বাস আরো বলেন, ফোনে আমার পরিবারের অনেক দুর্লভ ছবি ছিল। সেগুলো তো আর পাব না। আমি হয়তো আরেকটি মোবাইল ফোন আজই কিনে নিতে পারব। কিন্তু ফোনের স্মৃতিগুলো তো নষ্ট হয়ে যাবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ