রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ এর ট্রেলার প্রকাশ পেয়েছে। আগামী ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি। এতে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ ও খেলার মাঠের লড়াই।
মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় নির্মাতা ফেসবুকে ট্রেলারটি শেয়ার দিয়ে লেখেন, ‘হোক সে যোদ্ধা বা খেলোয়াড়, লড়াইয়ে এক বিন্দু দেয় না ছাড়! খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান- কেউ কারে নাহি ছাড়ে, যায় যদি যাক প্রাণ!’
একই সঙ্গে তিনি জানান, ‘দামাল’ আসছে ২৮ অক্টোবর। যদিও মুক্তির তারিখটি আগেই প্রকাশ পেয়েছিল।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। রাফীর সঙ্গে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা। ‘দামাল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজাসহ অনেকে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ