সিনেমার প্রচারণার পেছনে সফলতা নির্ভর করে। সাম্প্রতিক সময়ে ‘পরাণ’ কিংবা ‘হাওয়া’ দুটি সিনেমার সাফল্যের নেপথ্যে কিন্তু প্রচার। কিন্তু ‘আশীর্বাদ’ সিনেমার বেলায় দেখা গেছে উল্টো চিত্র।
যেখানে ঈদের মুক্তি প্রাপ্ত সিনেমা গুলোর প্রচারণার জন্য শিল্পী কলাকুশলীরা বিভিন্ন ধরনের পথ অবলম্বন করছে। সেখানে রোশান-মাহি জুটি অভিনীত সিনেমা আশীর্বাদের প্রচারণায় দেখা যায়নি তাদের। এমনকি নিজের সিনেমার পোস্টার শেয়ার করতে দেখা যায়নি তাদের।
সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস নায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন।
গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সিনেমাটির দুই প্রধান অভিনয় শিল্পী মাহি বা রোশানের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। সিনেমার প্রচারণায় অংশ না নেওয়ায় ক্ষুব্ধ জেনিফার।
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মাহি। তিনি বলেন, সিনেমার মুক্তির বিষয়ে তাকে কোনো তথ্যই জানানো হয়নি।
মাহির বলেন, একটা সিনেমা শুধু প্রযোজকের একার না। এটা আমাদেরও। ‘আশীর্বাদ’ সরকারি অনুদানের সিনেমা। তাই আমরা শিল্পীরা অনেক কম পারিশ্রমিক নিয়েছি। কিন্তু সেই তুলনায় সম্মান পাইনি। সিনেমাটি ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু প্রযোজকের অপেশাদার আচরণের কারণে সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, একটি সিনেমা আমার সন্তানের মতো, অথচ আমার চোখের সামনে সেই সন্তানটি মারা যাচ্ছে; বিষয়টি আমাদেরও তো খারাপ লাগে।
‘আশীর্বাদ’ সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, শাহনূর, অরণ্য বিজয়, হারুন রশিদ, সায়েম আহমেদ, সীমান্ত, শিশুশিল্পী জেনিলিয়া, আরিয়ানসহ আরও অনেকে। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
নয়া শতাব্দী/ এডি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ