তাকে নিয়ে সমালোচনা করা কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। তিনি সোশ্যাল মিডিয়া খ্যাত তারকা হিরো আলম। মিউজিক ভিডিওতে পরিচিতি পাওয়া এই যুবক নাম এখন এপার বাংলা ছাড়িয়ে বিশ্বে। ভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি।
কদিন পরপরই নিজের ইউটিউব চ্যানেলে নতুন নতুন গান প্রকাশ করেন, যা কি না ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হয়। বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, আরবিসহ বিভিন্ন ভাষার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানগুলো কাভার করতে দেখা যায় তাকে।
তবে বিপাকে পড়েন রবীন্দ্রসংগীত গেয়ে। বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গাওয়ার অভিযোগে হিরো আলমের ডাক পড়ে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে। সেখানে তাকে নানান বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছে তার নাম।
আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি। একে একে আরব নিউজ, খালিজ টাইমস, ফ্রান টোয়েন্টিফোর, এএফপি, বিবিসি ওয়ার্ল্ড গুরুত্বের সঙ্গে হিরো আলমের সংবাদ প্রচার করে।
এবার হিরো আলমের পক্ষে কথা বলেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।
এক সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেন, ‘হিরো আলম জানে নিজেকে কীভাবে ফোকাসে আনতে হবে। সে অবশ্যই ট্যালেন্ট। এখন সেটা আন্তর্জাতিক রূপ নিয়েছে।’
হিরো আলমের সঙ্গে স্ক্রিন শেয়ার প্রসঙ্গে তিনি জানান, ‘তার (হিরো আলম) সঙ্গে স্ক্রিন শেয়ার না করার কিছু নেই। সে মানুষ তো। যদি আমার ক্যারেক্টার পছন্দ হয় অবশ্যই করব। সঙ্গে দেখব, সেখানে আর কে কে অভিনয় করছে। সে (হিরো আলম) তো অভিনয় করছে, পর্নোগ্রাফি করে না।’
গুগল সার্চে বাংলাদেশের শীর্ষ তারকা হিরো আলম, এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মিশা সওদাগর বলেন, ‘বাংলাদেশের শীর্ষ তারকা বললে, সেটি অবশ্যই বিব্রতকর।’
নয়া শতাব্দী/ এডি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ