ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ক্ষুব্ধ জয়া

প্রকাশনার সময়: ১২ আগস্ট ২০২২, ১২:০৩

আন্তর্জাতিক অঙ্গনে দেশের সবচেয়ে প্রশংসিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নতুন একটি সিনেমা বানিয়েছেন প্রায় চার বছর আগে। কিন্তু সিনেমাটিকে মুক্তির অনুমতি দেয়নি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত সাড়ে তিন বছর ধরে সেন্সরে নিষিদ্ধ হয়ে পড়ে আছে সিনেমাটি। এর নাম ‘শনিবার বিকেল’।

শোনা যায়, বহুল আলোচিত গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। এ কারণেই নাকি সিনেমাটি দেশে প্রদর্শনের অনুমতি পাচ্ছে না। যদিও বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা পেয়েছে।

সম্প্রতি ‘শনিবার বিকেল’-এর মুক্তি নিয়ে সরব হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেকেই নিজ নিজ ফেইসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিবাদ জানাচ্ছেন, সিনেমাটির মুক্তি দাবি করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সেন্সর বোর্ডের কড়া সমালোচনা করেছেন জয়া। রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জয়া বলেন, ‘পৃথিবীর নানা দেশে যখন সেন্সর বোর্ড নামের বালাইটা উঠে যাচ্ছে, আমাদের দেশে সেটা তখন ফাঁসির রজ্জুর মতো চলচ্চিত্রের গলায় চেপে বসছে। এর সর্বশেষ শিকার এখন মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’।’

নিজের ফেইসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে জয়া আরো বলেন, “কোনো চলচ্চিত্রের কাহিনি কী হবে, তারও কি এখন প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে? চলচ্চিত্রের বিষয় আকাশের তলায় মাটির পৃথিবীর যেকোনো কিছু। চূড়ান্ত কল্পনা, নিরেট বাস্তব, বাস্তব থেকে অনুপ্রাণিত কল্পনা। ‘শনিবার বিকেল’ ছবিতে হলি আর্টিজানের শোচনীয় ঘটনাটির ছায়া আছে বলে? আসলেই আছে কি না আমার জানা নেই। যদি থাকেও, তাহলেই বা ছবিটা আটকে দেয়ার যুক্তি কী? হলি আর্টিজান ঘটেনি? আমাদের মন থেকে ধুয়ে মুছে গেছে?”

উল্লেখ্য, ‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের প্রমুখ।

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ