ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

অনন্ত জলিলকে জীবন্ত কিংবদন্তি হওয়ার উপায় জানালেন মিশা

প্রকাশনার সময়: ০৮ আগস্ট ২০২২, ১৩:৪২

‘দিন দ্যা ডে’ সিনেমা দিয়ে দীর্ঘ আট বছর পর পর্দায় হাজির হয়েছেন অনন্ত-বর্ষার জুটি। গত ১০ জুলাই দেশের ১১৫টি হলে মুক্তি পেয়েছে তাদের অভিনীত ‘দিন দ্যা ডে’ সিনেমাটি।

মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার ঝড় বইছে সিনেমা নিয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী হলগুলোতে হাউসফুল গেছে দিন-দ্যা ডে এর শো। এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা মিশা সওদাগরকে।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেন, অনন্ত জলিলের দাবি, শত কোটি টাকা দিয়ে ‘দিন দ্যা ডে’ নির্মাণ করা হয়েছে। এতে দর্শক হয়তো বিনোদন পেয়েছে, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির তো কোনো লাভ হয়নি।

এই অভিনেতার ব্যক্তিগত মতামত, এত বড় অঙ্কের টাকা দিয়ে তিনি (অনন্ত জলিল) ফিল্ম স্টুডিও, প্রোডাকশন হাউস, ওটিটি প্ল্যাটফর্ম বানালে অভিজ্ঞ, প্রবীণ ও এই সময়ের মেধাবী নির্মাতা, যোগ্য শিল্পী কলাকুশলীরা কাজ করতে পারবেন। এতে চলচ্চিত্রশিল্পের প্রভূত উন্নতি হবে। শত কোটি টাকা দিয়ে একটি সিনেমা না বানিয়ে এই অর্থে বছরে কমপক্ষে অর্ধশত সিনেমা নির্মাণ করলে ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে যেতে বাধ্য। এতে অনন্ত জলিল ‘কালচারাল ইমপোর্টেন্ট পারসন’ এবং চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি হয়ে উঠতে পারবেন।

‘দিন দ্যা ডে’ সিনেমার নিমন্ত্রণ পাওয়া সত্ত্বেও কেন যাননি, এমন প্রশ্নের জবাবে মিশা সওদাগর জানান, আমি দেশে আসার সঙ্গে সঙ্গেই ‘পরাণ’ সিনেমার পরিচালক ও প্রযোজক দাওয়াত দিয়েছেন। অন্যদিকে অনন্ত জলিল যখন আমাকে ফোন দিয়ে যেতে বলে, তখন অলরেডি আমি ‘পরাণ’ দেখছি। আমি ইচ্ছা করে যে ‘দিন দ্যা ডে’ দেখতে যাইনি, তা তো নয়।

কাজের ব্যস্ততা প্রসঙ্গে তিনি জানান, ছটকু আহমেদ, মনতাজুর রহমান আকবর, মান্নু, রাফির একটি সিনেমাসহ অনেক কাজ আমার হাতে আছে।

বাজেটের কারণে বেশ আগে থেকেই আলোচনায় রয়েছে অনন্ত-বর্ষার ‘দিন-দ্যা ডে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক।

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ