কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বিশেষ অনুষ্ঠান। রয়েছে নাটক, আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও কবিতা পাঠের অনুষ্ঠান।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিশীথে অবলম্বনে নির্মিত নাটক ‘নিশীথে’ প্রচার হবে আজ শনিবার রাত ৯টায়। নিমা রহমানের নাট্যরূপে নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, দোয়েল তৃষ্ণা হাওলাদার, উত্তম চক্রবর্তী, মনোজ সেনগুপ্ত, অপু নোমান, গাজী রোকন ও তমা।
এছাড়াও কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠান প্রচার হবে আজ সকাল ৯টা ১০ মিনিটে। কবিতা আবৃত্তির অনুষ্ঠানটি প্রচার হবে সকাল ১১টায় এবং বিকাল ৬টা ২০মিনিট। বিটিভির পরিবেশনায় বিশেষ নাটক ‘রক্তকরবী’ প্রচার হবে সকাল ১১টা ৩০ মিনিটে। আলেখ্যানুষ্ঠান প্রচার হবে রাত ১০টা ২৫ মিনিটে। এটি উপস্থাপনা করেছেন ত্রপা মজুমদার, কবিতা পড়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। গান গেয়েছেন বুলবুল ইসলাম, লাইসা ইসলাম, তুহিন ইসলাম প্রমুখ।
রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে চ্যানেল আইতে থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। আজ সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’-এর বিশেষ পর্ব। অংশ নেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, লিলি ইসলাম, অনিমা রায়সহ সুরের ধারার শিল্পীরা। সকাল ১১টা ৫ মিনিটে স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে রাশেদা রওনক খানের উপস্থাপনায় ‘সরাসরি রবীন্দ্রনাথ’। এ আয়োজনে থাকছে রবীন্দ্রনাথের গান, কবিতা থেকে আবৃত্তি এবং রবীন্দ্রবিষয়ক আলোচনা। বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে শাকিব খান এবং পূর্ণিমা অভিনীত ছবি ‘সুভা’। চাষী নজরুল ইসলাম নির্মিত ছবিটির প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে আকা রেজা গালিবের পরিচালনায় রবীন্দ্র চিত্রকলা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘চিত্রকলায় রবীন্দ্রনাথ’।
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় এবং রেহনুমা কামাল আহমেদের উপস্থাপনায় সম্পূর্ণ আমেরিকায় চিত্রায়িত রবীন্দ্র সংগীতের বিশেষ অনুষ্ঠান। পরিচালনা করেছেন গোলাম সারওয়ার হারুন। রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় হূদয়ে ‘মাটি ও মানুষ’-এর বিশেষ আয়োজন ‘গণমানুষের রবীন্দ্রনাথ’।
নয়া শতাব্দী/ এডি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ