ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের আলোচনায় জায়েদ-নিপুণ

প্রকাশনার সময়: ০৬ আগস্ট ২০২২, ০৫:৫১

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদকের পদটির ওপর স্থিতাবস্থা জারি করেছেন আদালত। কিন্তু এর মধ্যেই সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিযোগ ওঠেছে চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে।

সম্প্রতি বিএফডিসির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে নতুন কয়েকজন অভিনয় শিল্পীকে পরিচয়পত্র দেয়া হয়। পরিচয়পত্রে সভাপতি হিসেবে স্বাক্ষর করেছেন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর করেছেন নিপুণ আক্তার।

এদিকে সাধারণ সম্পাদক পদের জায়গায় নিপুণের স্বাক্ষর দেখে হতাশ জায়েদ খান। তিনি বলেন, শিল্পী সমিতিতে অবৈধভাবে নিপুণ আবার কার্যক্রম শুরু করেছেন। তিনি মিটিংয়ে অংশ নিচ্ছেন। নতুন কয়েকজন অভিনয় শিল্পীর পরিচয়পত্রে স্বাক্ষর করেছেন যা অন্যায়। আমাদের মামলার এখনো কোনো সমাধান হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ জানুয়ারি শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনী আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। এরপর থেকে সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা শুরু হয়। মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। পদটি নিয়ে আদালত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ