ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অল্পতেই অহংকারী তুষি!

প্রকাশনার সময়: ০২ আগস্ট ২০২২, ১৫:০৪

'হাওয়া' সিনেমা দিয়ে যেমন বাংলা সিনেমার সুদিন ফিরেছে, তেমনই উঠতি নায়িকা নাজিফা তুষির ক্যারিয়ারের পালেও লেগেছে সফলতার হাওয়া।

'হাওয়া' সিনেমার আগেও বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তুষি। নেটওয়ার্কের বাইরে, আইসক্রিম কিংবা সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়েছে। কিন্তু এতোটা লাইমলাইটে আসতে পারেননি তিনি।

হাওয়া সিনেমা দিয়ে লাইম লাইটে আসা এই নায়িকা নিজেকে প্রথম সারির তারকা ভাবতে শুরু করেছেন। অনেকেই ভাবছেন এরজন্য দাম্ভিকতা চলে এসেছে তুষির মধ্যে।

অবশ্য এই মন্তব্যের প্রমাণ পাওয়া গেল ভাইরাল হওয়া এক ভিডিওতে। ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, রাজধানীর শ্যামলী সিনেমা হলে পাশাপাশি ‘হাওয়া’, ‘পরাণ’ ও ‘দিন-দ্য ডে’ সিনেমার পোস্টার ছিল। গণমাধ্যমের সামনে সাক্ষাৎকার দেওয়ার সময় তুষি ‘হাওয়া’র পোস্টার রেখে বাকি সিনেমা দুটির পোস্টার সরাতে বলেন। তিনি চেয়েছিলেন শুধুমাত্র তার ছবির পোস্টার ক্যামেরায় দেখাতে।

জনৈক এক ব্যক্তির ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক গ্রুপে ছড়িয়ে পড়ে। এতে তুষির মৌখিক অবয়বে অহংকারের ছাপ দেখতে পেয়েছেন নেটিজেনরা। ফলে সমালোচনার মুখে পড়েন তিনি। মন্তব্যের ঘর ভরে যাচ্ছে নেতিবাচক বাক্যে। বেশিরভাগ মানুষ বলছেন, অল্পতেই অহংকার চলে এসেছে তুষির মধ্যে। এভাবে বেশিদূর যেতে পারবেন না তিনি।

বিপরীতে কেউ কেউ তুষির পক্ষ নিয়ে কথা বলেছেন। এসব বিষয়ে ভবিষ্যতে তাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের সংখ্যা খুব বেশি নয়।

এবারই প্রথম নয়। এর আগেও বিতর্কে জড়িয়েন তুষি। ফেব্রুয়ারিতে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন করতে বইমেলায় গিয়েছিলেন মাস্ক ছাড়া। করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন। তবে সংবাদকর্মীদের ক্যামেরার সামনে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন তিনি। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখনও বিতর্কের মুখে পড়েন শোবিজের এই মাঝারি মানের জনপ্রিয় অভিনেত্রী।

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ