ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ হাওয়ায় ভাসবে দেশ

প্রকাশনার সময়: ২৯ জুলাই ২০২২, ১১:২৬

অবশেষে অপেক্ষার অবসান। আজ সাদা কালোর হাওয়ায় ভাসবে সারাদেশের শহর, বন্দর, নগর। শুক্রবার (২৯ জুলাই) দেশের ২৪ টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা 'হাওয়া'।

সিনেমাপ্রেমীরা মনে করছেন, এই হাওয়াতেই ভাগ্য ফিরবে বাংলা সিনেমার। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই এই সিনেমা নিয়ে আগ্রহের শেষ নেই।

গভীর সমুদ্রে একটি মাছ ধরা নৌকায় একদল মাঝি এবং এক রহস্যময়ী তরুণীর গল্প নিয়ে ছবিটি তৈরী করেছেন নির্মাতা। বিশাল সমুদ্রের সৌন্দর্য আর একদল তারকা যেমন- চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মন্ডলদের ভিন্ন রুপের পর্দায় উপস্থিতি দেখে মুগ্ধ হয়নি এমন সিনেমাপ্রেমী খুজে পাওয়া যাবে না।

মেজবাউর রহমান সুমন তার পুরো টিম নিয়ে চল্লিশ দিনের বেশি সময় সমুদ্রে পুরো সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। তবে সেই শুটিংয়ের সময় গভীর সমুদ্রে একেবারেই অন্যরকম এক গল্প বিশ্বাসযোগ্য ভাবে তুলে ধরার চেষ্টায় নিয়োজিত প্রতিটা শিল্পী এবং কলাকুশলীদের পরিশ্রম, কষ্ট, ধৈর্যের পরীক্ষা আরো বাড়িয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগ ‘বুলবুল’।

প্রাকৃতিক দুর্যোগ সেই ‘বুলবুল’ এর সাথে লড়াইয়ের পর সিনেমার শুটিং যখন সম্পন্ন তখন বিশ্বজুড়ে হানা দেয় মহামারি করোনা। তাই পরিস্থিতি স্বাভাবিক হবার আশায় শুটিং সম্পন্ন হওয়ার পুরো তিন বছর পরে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে ‘হাওয়া’।

বাংলাদেশে সিনেমার ট্রেলার প্রকাশের পর কোনো সিনেমা নিয়ে এতো হাইপ তৈরি হতে দেখা যায়নি। সিনেমা মুক্তি পাওয়ার আগে এমন টিকিট সংকটও দেখা যায়নি। সেই সাথে ভিন্ন রকম প্রচারণাও করেছেন সিনেমার কলাকুশলীরা।

রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরে অভিনয় শিল্পীরা দর্শকদের সাথে একেই সুরে সুর মিলিয়ে হাওয়ার গান " সাদা সাদা কালা কালা " কিংবা " এ হাওয়া " গানে মেতেছিলেন বেশ ভালোভাবেই। যা এখন ফেসবুক স্ক্রল করলেই দেখা মিলে বার বার। এমন প্রমোশন এর আগে কখনো দেখা মেলেনি বাংলা সিনেমায়। "

হাওয়া " সিনেমার প্রথম গান ‘সাদা সাদা কালা কালা’ গানটি সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তার শীর্ষস্থানে অবস্থান করে নিয়েছে তো বটেই সেই সাথে এই সিনেমা দেখার আগ্রহ তৈরি করতে পেরেছে সর্বমহলের দর্শকদের মাঝে।

সবমিলিয়ে বাংলা চলচ্চিত্রের নতুন দিনের সূচনায় অন্যতম কান্ডারী হবার পথে এগিয়ে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’।

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ