ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাল শাড়িতে ওটিলিয়ার বাঙালি ঐতিহ্যকে শ্রদ্ধা

প্রকাশনার সময়: ২৪ জুলাই ২০২২, ১৭:১৭

বাঙালি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া ব্রুমাকে লাল রঙের শাড়িতে দেখা গিয়েছিল।

আজ (২৪ জুলাই) তার ফেসবুক পেজে এই গায়িকা, যিনি বর্তমানে ঢাকায় আছেন, একটি শ্বাসরুদ্ধকর ছবি পোস্ট করেছেন ক্যাপশনে, "বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক।"

ফটোতে ভক্তরা তার নির্মল হাসি আর ঐতিহ্যবাহী লাল শাড়ির চেহারার প্রশংসা করে।

আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার (ICCB) একটি অনুষ্ঠানে যোগ দিতে ২৩ জুলাই বাংলাদেশের ঢাকায় এসেছেন ‘বিলিওনেরা’ খ্যাত এই গায়ক।

একই দিনে তিনি তার হিট গান পরিবেশন করে একটি কনসার্টও করেছিলেন। ওটিলিয়া ব্রুমার বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারী তার। যাকে বলা হয় 'বিলিয়নিয়ার খ্যাত গায়িকা। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তিনি।

দেশের একটি মুঠোফোন কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই বাংলাদেশে আসা ওটিলিয়ার।

৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। শুধু ইউটিউবেই গানটির ভিউ ছাড়িয়ে গেছে ৫৫ কোটির বেশি। এটাই ওটিলিয়ার প্রথম বাংলাদেশ সফর।

নয়া শতাব্দী/এমএইচআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ