একজন বয়োজ্যেষ্ঠ শিক্ষক, আরেকজন ছিনতাইকারী যুবক, অন্যজন পতিতাপল্লীর বাসিন্দা। তিনজনই একসঙ্গে পেল মুক্তির ছাড়পত্র! আর এই চরিত্রগুলোয় অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শরিফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশা। তিন সময়ের এই তিন অভিনেতাকে নিয়ে নির্মাতা নিয়ামুল মুক্তা বানিয়েছেন তার দ্বিতীয় ছবি ‘রক্তজবা’।
গত ২৫ জুন ‘রক্তজবা’ ছবিটির সেন্সর শো হয়। ২৮ জুন বিনা কর্তনে মুক্তির ছাড়পত্র হাতে পান পরিচালক। জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে ছবিটি মুক্তি পাচ্ছে। যেখানে পাওয়া যাবে শিক্ষক, ছিনতাইকারী ও পতিতা চরিত্রের তিনটি গল্প। যে গল্পগুলো আবার একসূত্রে গাঁথা।
মুক্তার ভাষ্যে, ‘এই গল্পের সূত্রধর একটি চিঠি। সেটির সূত্র খুঁজতে গিয়েই তিনজন ভিন্ন ঘরানার মানুষের সমান্তরাল জার্নি দেখানোর চেষ্টা করেছি।’
‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া প্রমুখ। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। ক্রিয়েটিভ ও নির্বাহী প্রযোজক আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ, শিল্প নির্দেশনা দিয়েছেন কাজী তানভীর রশিদ অপু, অ্যাকটিং কোচ হিসেবে ছিলেন আসাদুজ্জামান আবির ও প্রধান সহকারী পরিচালক কেএম কনক।
‘রক্তজবা’য় একজন ছিনতাইকারীর চরিত্রে দেখা যাবে সময়ের আলোচিত নায়ক শরিফুল রাজকে। সিনেমাটি প্রসঙ্গে তার ভাষ্য, ‘এত দ্রুত সবকিছু ঘটছে, আসলে কী বলব এখন বুঝতে পারছি না। ‘পরাণ’ নিয়ে টানা ব্যস্ত। আসছে ‘হাওয়া’। সেটির ব্যস্ততাও শুরু হলো। এর মধ্যে খবর পেলাম ‘রক্তজবা’ও প্রস্তুত। আমার তো ঈদ শেষ হচ্ছে না। তবে ছবিটির মুক্তির তারিখ ফিক্সড হলে এটা নিয়ে অনেক কিছু বলার আছে। কারণ, এটাও আমার অসম্ভব আদরের একটা ছবি।’
নয়া শতাব্দী/ এডি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ