ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘ভিউ কখনো ভালো কাজের মান নির্ধারক না’

প্রকাশনার সময়: ০৪ আগস্ট ২০২১, ০০:০০ | আপডেট: ০৪ আগস্ট ২০২১, ০৫:০০

সম্প্রতি মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে সাবিলা চরিত্রে অভিনয়ে দর্শক প্রশংসিত তাসনিয়া ফারিণ। এবার ঈদে প্রচার হয়েছে এই অভিনেত্রীর ২১টির মতো নাটক। প্রচার হওয়া নাটকগুলোর মধ্যে প্রায় প্রতিটি কাজের জন্যই পজিটিভ রেসপন্স পাচ্ছেন বলে জানিয়েছেন ফারিণ। তিনি বলেন, ‘মন দরিয়া, আপন, ২১ বছর পরে, শোকসভা, বাবা তোমাকে ভালোবাসি নাটকগুলোর জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি, পজিটিভ মন্তব্য পাচ্ছি। যারা কাজগুলো দেখেছেন তারা বিভিন্ন মাধ্যমে প্রশংসা করেছেন।’

অভিনেত্রী ফারিণ আরো বলেন, ‘এবার ঈদে আমি গল্পপ্রধান কাজই করেছি বেশি, আর দর্শকরা সেগুলো বেশ পছন্দ করেছেন। যে কাজগুলো করেছি তার প্রত্যেকটা কাজই দারুণ, প্রতিটাতেই গল্পের গভীরতা আছে। এর বাইরে তেমন কোনো কাজ করিনি।’

দর্শকদের রেসপন্স থেকে কাজগুলো নিয়ে ঠিক কী রকম মন্তব্য পাচ্ছেন এমন প্রশ্নে তাসনিয়া ফারিণ বলেন, ‘প্রথমত, গল্প তারপর পারফরম্যান্স। এবার শুধু আমারই না, প্রায় সবারই গল্পপ্রধান কাজ এসেছে, যতটুকু জানি।’

যোগ করে তিনি বলেন, ‘সব দর্শক তো আর এক না, কেউ রোমান্টিক পছন্দ করে আবার কেউ কমেডি, কেউবা থ্রিলার বা পারিবারিক গল্প। অনেক সময় দর্শকরা এক জনের সঙ্গে অন্য জনকে মিলিয়ে ফেলেন। সবার পছন্দ তো আর একরকম হয় না। শিল্পীরা যা দেখাবে দর্শকরা সেটাই দেখবে। সেদিক থেকে দর্শকদের রুচিবোধ কিন্তু আমাদেরকেই পরিবর্তন করতে হবে। ভালো কাজের মাধ্যমে দর্শকের রুচিবোধ পরিবর্তন করা সম্ভব। ভালো কাজ হলে সেটা অবশ্যই দর্শক দেখবে।’ ভিউ দিয়ে নাটকের মান বিচার ও সামনের দিনগুলোতে কেমন চিত্রনাট্যে কাজ করতে চান? ফারিণ বলেন, ‘ভিউ তো কখনো ভালো কাজের মান নির্ধারক না।

কাজের ক্ষেত্রে ভিউ এবং মান-দুটোরই দরকার আছে। একটা সময় ভিউয়ের জন্য হোক বা ক্যারিয়ারের উঠতি সময়টা হোক অনেক গড়পড়তা কাজ করেছি, ইম্যাচিউর কাজও করেছি। এখন ক্যারিয়ারের বয়স বাড়ছে, সঙ্গে ম্যাচিউরিটিও। এই সময়ে এসে কোনো লো কোয়ালিটির কাজ করতে চাই না। এখন সময় ম্যাচিউর কাজ করার। প্রয়োজনে অনেকদিন কাজ করবো না, তবুও ভালো গল্পের কাজের অপেক্ষা করবো। ভালো গল্প পেলে তবেই কাজ করব।’

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ