ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তোপের মুখে জয়

প্রকাশনার সময়: ২০ জুলাই ২০২২, ১২:১৬

গত সোমবার ইউটিউবে উন্মুক্ত হয়েছে ‘আম্মাজান’ নামের একটি নাটক। একই নামে চিত্রনায়ক মান্না অভিনীত ‘আম্মাজান’ নামে একটি চলচ্চিত্র রয়েছে। যেটি সুপার ডুপার হিট হয়েছিল। চলচ্চিত্রটির পরিচালক কাজী হায়াত।

‘আম্মাজান’ নাটকে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয় ও মনিরা মিঠু। চলচ্চিত্রের গল্পটিতে একজন মা ভক্ত সন্তানকে দেখানো হয়েছে। তেমনি এই নাটকেও একই গল্প আবর্তিত হয়েছে।

শাহরিয়ার নাজিম জয় আম্মাজান নাটকে একজন মাতৃভক্ত সন্তান, যার নাম সম্রাট। মা পান আনতে বললে তিনি পুরো পানের দোকান তুলে নিয়ে আসেন। মা তাকে প্রেম করতে বললে তিনি মায়ের কাছে নায়িকা থেকে সাধারণ মেয়ে একের পর এক নিয়ে আসেন। আম্মাজানের সে সকল মেয়ে পছন্দ না হলে সারপ্রাইজ হিসেবে এক দঙ্গল মেয়ে নিয়ে মায়ের কাছে হাজির করান। বিবাহিত অবিবাহিত সব রয়েছে। জানান তিনি সব মেয়ের সঙ্গে প্রেম করেছেন।

মা মনিরা মিঠু ছেলের এত মাতৃভক্তি দেখে বিরক্ত। এই নাটকে জয় বা সম্রাট একজন বালু ব্যবসায়ী হলেও তিনি আম্মাজান চলচ্চিত্রের মান্নাকে অনুসরণ করে গেছেন। শুধু তাই নয়, প্রায় একই সুরে আম্মাজান গানও রয়েছে যার কথাবার্তা একটু উলটপালট করা হয়েছে। শাহরিয়ার নাজিম জয় পুরো নাটকে মান্নাকে অনুসরণ করার চেষ্টা করেছেন, তার মতো করে সংলাপ ডেলিভারির চেষ্টা করেছেন। ফলে মান্নার যারা ভক্ত তারা রীতিমতো ক্ষুব্ধ জয়ের ওপর।

সামিরা খান নামের একজনের ভাষ্য, ‘নাটকের এক্সপ্রেশন জাস্ট হাস্যকর। মান্নার মতো অভিনয় করেছে, মান্নার নখেরও যোগ্য হবে না জয়।’ আবার কেউ বলছেন, ‘আম্মাজানের মতো একটা সিনেমা নিয়ে কপি করার মতো অভিজ্ঞতা কীভাবে হয় আপনাদের, এটা কোটি বাঙালির হূদয়ের কোনের ভালোবাসা।’

জাহাঙ্গীর আলম নামের একজন বলছেন, ‘জয়কে মান্না ভাইয়ের সঙ্গে মিলাতে যাবেন না, কারণ মান্না ভাই একজনই। আম্মাজান সিনেমার সঙ্গে কিংবা মান্না ভাইয়ের অভিনয়ের সঙ্গে তুলনা করা বোকামি। নাটক হিসেবে ঠিক আছে, আর যারা সিনেমা দেখেছেন তাদের ভালো না লাগাটাই স্বাভাবিক। শুধু মূল গল্পটা ঠিক রেখেছে এই আর কি।’

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ