ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদের যত ধারাবাহিক নাটক

প্রকাশনার সময়: ০৯ জুলাই ২০২২, ২০:২৭

ঈদুল আজহা উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে টেলিভিশন চ্যানেলগুলো। বেশকিছু ধারাবাহিক প্রচার হবে এবারের ঈদে। আজ থেকে ৮ দিনব্যাপী সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটক ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’। ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজ অবলম্বনে নির্মিত এটি। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত প্রমুখ।

একুশে টেলিভিশনের ধারাবাহিক ‘পিরিতের দোকানদারি’। ঈদের দিন থেকে ৭ দিনব্যাপী দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে এটি। অভিনয়ে আনিসুর রহমান মিলন, ফারুক আহমেদ, তারিক স্বপন, ফারজানা জয়া, মিষ্টি মারিয়া, প্রিয়াংকা জামান প্রমুখ। ধারাবাহিক ‘সফদর ডাক্তার’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। অভিনয় করেছেন আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর, সঞ্জয় রাজ, ঝুনা চৌধুরী, মানুষী প্রকৃতি প্রমুখ। ধারাবাহিক ‘প্যারা নাই চিল’ প্রচার হবে রাত ৯টা ২০ মিনিটে। অভিনয়ে মারজুক রাসেল, সাজু খাদেম, নাদিয়া খানম ও রিমি।

এনটিভিতে ঈদের ধারাবাহিক ‘ব্যালান্স’। এটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। ঈদের দিন থেকে ৭ দিনব্যাপী সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে। এতে অভিনয় করেছেন সাব্বির অর্ণব, মুনমুন আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত ও মিষ্টি মারিয়া।

আরটিভিতে প্রচার হবে ‘ভাইরাজ’ ও ‘ড্রিম ট্যারেস’ নামে দুইটি ধারাবাহিক। ঈদের দিন থেকে ৭ দিনব্যাপী সন্ধ্যা ৬টায় ‘ভাইরাজ’। কাজী জামানের রচনায় এটি পরিচালনা করেছেন ইসমে আজম স্বপন। অভিনয়ে জাহিদ হাসান, মুনিরা শেহতাজ, মিনু মমতাজ, তামিমা মিতু প্রমুখ। ঈদের দিন থেকে ৭ দিনব্যাপী রাত ৯টায় ধারাবাহিক ‘ড্রিম ট্যারেস’। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা নিয়াজ মাহবুব। অভিনয়ে চঞ্চল, অহনা, আহসান হাবিব নাসিম, শাহনাজ খুশি, ডলি জহুর, আজিজুল হাকিম প্রমুখ।

বাংলাভিশনে ঈদের দিন থেকে ৭ দিনব্যাপী ধারাবাহিক ‘গফুরের জোড়া জামাই’। এটি প্রচার হবে বিকেল ৫টায়। রচনা স্বাধীন শাহ, পরিচালনা শামীম জামান। অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান, স্নিগ্ধা প্রমুখ। রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ‘উড়াল দেব আকাশে’। এটির রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, তানজিকা আমিন, পাভেল, মাহা, রুমেল প্রমুখ।

বৈশাখী টেলিভিশনে ৭ দিনব্যাপী প্রচার হবে চারটি ধারবাহিক। ‘পরিপূর্ণ ভালোবাসা’ প্রচার হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে। এটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। অভিনয়ে মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারি, উর্মিলা শ্রাবন্তী কর, মৌমিতা মৌ প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘বিউটি পারলার’। রচনা জাকির হোসেন উজ্জল, পরিচালনা হানিফ খান। অভিনয়ে জাহিদ হাসান, পূর্ণিমা বৃষ্টি, ডা. এজাজ, রওনক, তারিক স্বপন। রাত ৭টা ৩০ মিনিটে ‘বডিগার্ড’। এটি রচনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। অভিনয়ে অমিত হাসান, ডন, আঁচল, হাসান জাহাঙ্গীর প্রমুখ। রাত ৯টা ১০ মিনিট প্রচার হবে ‘শিয়াল বাড়ি ৩’। চিত্রনাট্য আহসান আলমগীর, পরিচালনা আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ, আমিরুল হক চৌধুরী, আরফান আহমেদ, মিলন ভট্ট, স্বর্ণলতা, শেলী আহসান প্রমুখ।

চ্যানেল নাইনে ঈদের দিন থেকে ৬ দিনব্যাপী ধারাবাহিক ‘তিনারা কিডনাপার’। সন্ধ্যা ৬টায় প্রচার হবে এটি। পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। অভিনয়ে নাদিয়া, ফারুক আহমেদ, কচি খন্দকার প্রমুখ। ‘ট-তে টাকা’ ধারাবাহিকটি প্রচার হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। পরিচালনা করেছেন অভ্র মাহমুদ। অভিনয়ে প্রাণ রায়, মাহিমা, ইমতু রাতিশ প্রমুখ।

মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন থেকে ৭ দিনব্যাপী ধারাবাহিক ‘চরিত্র সনদ’। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে এটি। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, উর্মিলা শ্রাবন্তী কর, শাহনাজ খুশি, জয়রাজ প্রমুখ। ধারাবাহিক নাটক ‘হাউকাউ’ প্রচার হবে রাত ৯টা ১০ মিনিটে। এটির রচনা ও পরিচালনায় খায়রুল পাপন। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, তানজিম অনিক, আইরিন আফরোজ।

নাগরিক টিভিতে ঈদের দিন থেকে ৭ দিনব্যাপী ধারাবাহিক ‘লায়িকার মা’। এটি প্রচার হবে রাত ৭টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন সোহাগ কাজী। অভিনয়ে কেয়া, চিত্রলেখা গুহ প্রমুখ। ‘অসহ্য মাখন’ ধারাবাহিকটি প্রচার হবে রাত ৯টা ১৫ মিনিটে। রচনা ও পরিচালনা মৃত্যুঞ্জয় সরদার। অভিনয়ে জাহিদ হাসান, মায়মুনা মম, আমিন আজাদ, নীলা ইসলাম প্রমুখ। ধারাবাহিক নাটক ‘গার্লস গ্রুপ’ প্রচার হবে রাত ৯টা ৫০ মিনিটে। রচনা রুহুল আমিন পথিক, পরিচালনা নাজমুল রনি। অভিনয়ে নাদিয়া মিম, নাবিলা, রিমি করিম প্রমুখ। ‘কমন গার্লফ্রেন্ড’ প্রচার হবে রাত ১০টা ২৫ মিনিটে। রচনা নবীন হোসেন, পরিচালনা মাইনুল হাসান খোকন। অভিনয়ে নীলাঞ্জনা নীলা, প্রাণ রায়, জামিল হোসেন ও সীমান্ত।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ