অর্ধযুগ ধরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তথা বিএফডিসিতে কোরবানি দিচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। তবে এবার আর তা হচ্ছে না। পরীমণি সিদ্ধান্ত নিয়েছেন, এবার এফডিসিতে কোরবানি দেবেন না।
কোরবানি না দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন- সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি পরীমণি। তবে এফডিসির কয়েকজনের প্রতি তার ক্ষোভ স্পষ্ট ফুটে উঠেছে। এরইমধ্যে এই তারকার জীবনে বেশকিছু ঝামেলা উদয় হয়েছিল। সেসময় সহকর্মীদের দিক থেকে কোনোরকম সহযোগিতা পাননি তিনি। ধারণা করা হচ্ছে সেসব কারণেই হয়ত এই ক্ষোভ তার।
এদিকে ক’দিন বাদেই ঈদ। পরী তার সিদ্ধান্তে অটল থাকবেন নাকি বরাবরের মতো এবারও কোরবানি দিতে হাজির হবেন এফডিসি প্রাঙ্গণে- সেটা সময় বলে দেবে।
প্রতি বছর একটি করে গরু কোরবানি দিলেও গত বছর একাধিক গরু কোরবানি দেন পরীমণি। তবে সেবার এফডিসির ভিতরে কোরবানি নিষিদ্ধ থাকায় বাইরেই কোরবানি দিতে হয় তাকে।
নয়া শতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ