নাটকে নিত্যনতুন সাবিলা নূর। ইতোমধ্যে তিনি কুড়িয়ে নিয়েছেন দর্শকের ভালোবাসা। সম্প্রতি এই অভিনেত্রী হাজির হয়েছেন অন্য রূপে। নিজেকে প্রকাশ করেছেন একজন গল্পকার হিসেবে। তার গল্প ভাবনায় মজুমদার শিমুলের চিত্রনাট্যে এবারের ঈদে প্রচারিত হয়েছে বিশেষ নাটক ‘পারাপার’। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
সাবিলা নূর জানান, করোনার যে সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট সেটার ওপরই ‘পারাপার’ নাটকের গল্প। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন তাহসান খান এবং মনোজ প্রামাণিক।
অভিনেত্রী বলেন, ‘আমি এবারই প্রথম কোনো গল্প লিখেছি। এর আগে অনেক গল্প ভাবনা মাথায় আসলেও তা সাহস করে বলা হয়নি কখনো। এবার সেটি সম্ভব হয়েছে। রিংকু ভাইয়ের সঙ্গে শেয়ার করলে, তিনি কাজটি করতে রাজি হন। এবং কাজটি করতে গিয়ে বেশ ভালো লেগেছে তাহসান ভাইয়া, মনোজ ভাইয়া চমৎকার অভিনয় করেছেন।’
‘পারাপার’ নাটকে বেশ সাড়াও পাচ্ছেন বলে জানিয়েছেন সাবিলা নূর। এছাড়া এবারের ঈদুল আজহায় তার অভিনীত ‘অদ্ভুত’, ‘আগডুম বাগডুম’, ‘স্টোর রুম’ এবং ‘মোক্ষ’ নাটকগুলো থেকেও বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি।
সাবিলা নূর বলেন, ‘এবার ডিফারেন্ট কিছু কাজ করার চেষ্টা করেছি। যেমন ‘স্টোর রুম’ হচ্ছে একদমই ভৌতিক গল্পের, আবার ‘অদ্ভুত’ হরর কমেডি। দুটি কাজ দু’রকম, আমার জন্য খুব এক্সপেরিমেন্টাল কাজ ছিল। ‘স্টোর রুম’ করতে গিয়ে আমি খুব ভয় পেয়েছিলাম, একটা সময় কান্নাও করে দিয়েছিলাম। কারণ আমরা হরর লাইট এবং সাউন্ড দিয়ে শুটিং করেছিলাম। কাজটি রিলিজ হওয়ার পর অপূর্ব ভাইয়া ফোন দিয়ে বলল যে, কাজটি দেখ, ভালো হয়েছে। দেখার পর বুঝলাম যে, ভয় পাওয়াটা সার্থক হয়েছে।’
যোগ করে এই অভিনেত্রী বলেন, ‘এছাড়া ‘মোক্ষ’, ‘আগডুম বাগডুম’, ‘পারাপার’ কাজগুলো থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। এরমধ্যে পারাপার নাটকটি ছিল আমার গল্প ভাবনায়, প্রথমবার আমি গল্প লিখেছি আর রাফাত মজুমদার রিংকু ভাইয়া খুব সুন্দরভাবে কাজটি করেছেন। নাটকটি নিয়ে দর্শকদের অনেক ভালো ভালো মন্তব্য পেয়েছি। সত্যি বলতে আমি যে কাজগুলো চেয়েছিলাম দর্শক দেখুক, সেগুলো দেখেছে এবং ভালো রেসপন্স পেয়েছি আমি।’
তিনি আরো বলেন, ‘এবার ঈদে শুধু আমারই নয়, সবারই কাজ ভালো গিয়েছে। অনেকের কাজই দেখেছি আমি। এবার গল্প প্রধান কাজ হয়েছে বেশি, সেজন্য রেসপন্সও খুব ভালো। সবাই ভালো কাজ করছেন। আর আমি আগেও বলেছি, আমি কখনো প্রতিযোগিতায় বিশ্বাসী না। কাউকে প্রতিযোগী মনে করি না। আমি নিজের সঙ্গে নিজে প্রতিযোগিতা করি। আমার আগের কাজগুলো থেকে সামনের কাজগুলোতে ইম্প্র্রুুভ হচ্ছে কি না সেটা দেখি। আলহামদুলিল্লাহ! দর্শকদের কাছ থেকে ভালো মন্তব্য পাচ্ছি।’
দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল? সাবিলা নূর বলেন, ‘অনেক খুশি হয়েছি এ কারণে যে, দর্শকরা বলছেন, আগের থেকে আমার অভিনয় এবং সবকিছু ইম্প্রুভ করেছে। সেটা নিজেও টের পাচ্ছি। এতেই আমি অনেক খুশি ও আনন্দিত। এটা আমার কাছে বড় প্রাপ্তি।’
তিনি আরো বলেন, ‘আমি সবসময়ই বলি, শেখার তো আসলে কোনো শেষ নেই। চরিত্রে ভ্যারিয়েশন আনারও শেষ নেই। বিভিন্ন রকমের গল্প ও চরিত্র আছে, যা শেষ নেই। সেগুলোতেই নিজেকে প্রেজেন্ট করতে চাই সামনে। এখনো মনে হয় যেন কিছুই জানি না। শিখতে চাই আরো অনেক। সামনে আরো অনেক ভালো ভালো কাজ উপহার দিতে চাই। এখন যে চরিত্রগুলো করছি, সামনে যেন এর চেয়েও কমপ্লিকেটেড চরিত্র প্লে করতে পারি- সে ইচ্ছাই পোষণ করছি।’
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ