আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই উদ্বোধন হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বড় আশা নিয়ে উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন দক্ষিণাঞ্চলের তারকারা। তাদের ভাবনা নিয়ে আজকের আয়োজন।
বাংলাদেশের নাটক কিংবা চলচ্চিত্রের শুটিং স্পট এক অর্থে পুরোপুরি ঢাকাকেন্দ্রিক। সবই হয়ে থাকে ঢাকার আশেপাশে কিংবা ঢাকার ভেতরে উত্তরার বিভিন্ন বাড়িতে। ঢাকার আশেপাশে বলতে ঘুরেফিরে মানিকগঞ্জ কিংবা পূবাইল। ঢাকার বাইরের স্পটের ক্ষেত্রে সাধারণত বেছে নেওয়া হয় কক্সবাজার। পদ্মা সেতু হওয়ায় শুটিং লোকেশনে বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাদিয়া আহমেদ: ছোট পর্দার অভিনেত্রী নাদিয়া আহমেদ স্বীকার করলেন, সত্যি কথা বলতে, লঞ্চে যাতায়াত করতে হবে বলে দক্ষিণাঞ্চলে গিয়ে কাজ করা হতো না। পদ্মা সেতুর ফলে এখন প্রচুর শুটিং হবে ওইদিকে।
তৌসিফ মাহবুব: ছোট পর্দার এই প্রজন্মের অভিনেতা তৌসিফ মাহবুব জানান, শুটিংয়ের জন্য আমাদের অনেক লোকেশনে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু দক্ষিণাঞ্চলে পুরো ইউনিট নিয়ে যাওয়া অনেক খরচের ব্যাপার। এ কারণে কেউ সেই চিন্তাই করতো না। ২৫ জুন থেকে ৩০ জুন আমার একটি নাটকের শুটিং হওয়ার কথা ভোলায়। কিন্তু পরিচালক বারবার ভাবছিলেন, ৬০-৭০ জন মানুষ নিয়ে ভোলা পর্যন্ত যাওয়া অনেক ব্যয়বহুল৷ তবে পদ্মা সেতু হওয়ায় ইউনিটের মাইক্রোবাস ব্যবহার করে ভোলা চলে যেতে পারবো। এভাবে আমাদের জন্য বিভিন্ন লোকেশনে যাওয়া এখন থেকে সহজ হবে।
নিয়াজ মাহবুব: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব জানান, পদ্মার ওপারে কিছু জায়গাকে শুটিং স্পটে রূপ দেওয়ার পরিকল্পনা করেছেন অনেকে। তার মতে, এখন অনেক সুন্দরভাবে শুটিং করা যাবে। পূবাইল আর মানিকগঞ্জ ছাড়া কিন্তু আমাদের সেভাবে শুটিং স্পট নেই। শরীয়তপুর ও বরিশালে আমার অনেক বন্ধুবান্ধব আছে, তারা ইতোমধ্যে শুটিং স্পট বানানোর চিন্তা-ভাবনা করেছে৷
প্রতীক হাসান: সংগীতশিল্পী প্রতীক হাসানের আশা, পদ্মা সেতুর সুবাদে কনসার্টের সংখ্যা বাড়বে। তার মতে, যোগাযোগ ব্যবস্থা ভালো এখন। দক্ষিণবঙ্গে অনেকে গানের অনুষ্ঠান আয়োজন করছে৷ ২৫ জুন থেকে পদ্মার ওপারে আমার কয়েকটি কনসার্ট শুরু হবে৷ মাদারীপুরের শিবচর থেকে শুরু করবো৷ তারপর খুলনায় শো আছে৷ বলা যায়, পদ্মা সেতু সংগীতশিল্পীদের জন্য একটি নতুন ডানা।
মীর সাব্বির: বরগুনার গ্রামের বাড়ি থেকে লঞ্চে চড়ে প্রথমবার ঢাকায় আসতে তার দেড় দিন লেগেছিল। তিনি এখন ভাবছেন, পদ্মা সেতু হয়ে যাওয়ায় ঢাকা থেকে বরগুনা চলে যেতে পারবো পাঁচ-ছয় ঘণ্টার মধ্যে। এটি আমার কাছে খুব অবিশ্বাস্য লাগে৷ পদ্মা সেতু আমাদের বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠির জন্য একটি বিস্ময়।
নয়া শতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ