ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তারকাদের নতুন নেশা

প্রকাশনার সময়: ১৬ জুন ২০২২, ০৯:৩৬

অনেক তারকারই রয়েছে ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। সংগীতশিল্পীরা সেখানে নিজেদের গান প্রকাশ করেন। এদিকে, অভিনয়শিল্পীরা বিভিন্ন শখের কাজ শেয়ার করেন নিজস্ব চ্যানেলে। এই শখ এক সময় পরিণত হয় নেশায়। ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে পেয়ে যান স্বীকৃতি। কেউ সিলভার, আবার কেউ কেউ গোল্ডেন প্লে বাটন পান। কোনো চ্যানেলে ১ লাখ সাবস্ক্রাইব হলে সিলভার আর ১০ লাখ সাবস্ক্রাইব হলে গোল্ডেন বাটনের স্বীকৃতি মেলে।

সংগীতশিল্পী আসিফ আকবর। ২০১৮ সালে সিলভার প্লে বাটন পেয়েছেন তিনি। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে ১০ লাখের বেশি সাবস্ক্রাইবার। ‘সিলভার প্লে বাটন’ পাওয়ার বিষয়টি জানিয়ে ফেসবুক আসিফ লিখেছিলেন, ‘আসিফ নামে ইউটিউব চ্যানেলের স্রষ্টা আমারই ফ্যান, আমার অহঙ্কার। পৃথিবীতে একমাত্র শিল্পী সম্ভবত আমিই, আমাকে ভালোবেসে এই দুর্লভ কাজগুলো করেছে আমার ফ্যানরা। এখনো ইউটিউব এবং ফেসবুক ফ্যান পেজ তাদের নিয়ন্ত্রণেই আছে। এখানে শুধু বিশ্বাস কাজ করেনি, কাজ করেছে শিল্পীর প্রতি তার পাগল ফ্যানদের ভালোবাসা।’ যোগ করে বলেন, ‘কারিগরি দিক থেকে আমি দুর্বল, এত সব ভাববো এই চিন্তাও মাথায় নেই। আজ আমি আবেগাল্পুত, কৃতজ্ঞ আমার ভালোবাসার ফুলগুলোর কাছে। হাতে পেয়েছি ইউটিউব সম্মাননা সিলভার প্লে বাটন, যেখানে আমার কোনো কৃতিত্বই নেই, সব আমার ফ্যানদের উদ্যোগ, যেটা ভালোবাসার অন্য নাম।’

এসকে ফিল্মস শাকিব খানের নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা। এই প্রযোজনা সংস্থা থেকে নির্মাণ করা হয় ‘হিরো: দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ ছবি দুটি। ২০১৮ সালে শাকিবের জন্মদিনে ইউটিউবে চালু হয় ‘শাকিব খান অফিসিয়াল’ নামে চ্যানেলটি। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘এসকে ফিল্মস’। আর নিজের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে অনলাইনে সরব হয়েই দেখিয়ে দিয়েছেন শাকিব খান। ইউটিউব কর্তৃক পেয়েছেন ‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’। যা দর্শকদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন এ নায়ক।

ইউটিউবে অ্যাকাউন্ট খোলার মাত্র ১৩ দিনে ভিডিও শেয়ারিংয়ের এই মাধ্যমে লক্ষাধিক সাবস্ক্রাইবার হয়ে যায় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের। পেয়ে যান সম্মানসূচক সিলভার প্লে বাটন। অভিনয়ের পাশাপাশি ইউটিউব কনটেন্ট নির্মাণে বেশ মনোযোগী তিনি। দর্শকের সাড়াও পাচ্ছেন বেশ ভালো। এ বিষয়ে ডিপজল বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার ভালোবাসার দর্শক ও ভক্তদের কাছে। ইউটিউবের এই স্বীকৃতি আমি তাদেরকে উৎসর্গ করলাম। আশা করছি আপনাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি দশ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পার করে ফেলবো।’

চিত্রনায়িকা ববির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ববস্টার ফিল্মস’। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি নিয়ে ইউটিউবে মনোযোগী হন তিনি। ইউটিউব চ্যানেলটির জন্য ইতোমধ্যে এই চিত্রনায়িকা পেয়েছেন সিলভার প্লে বাটন। নায়িকার ভাষ্য, ‘সময়ের সঙ্গে প্রযুক্তি উন্নত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যেখানে ইউটিউব অনেক বড় জায়গা দখল করে নিয়েছে। তাই আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নামে ইউটিউব চ্যানেল করেছি।’

২০১৯ সালে ইউটিউবের ‘সিলভার বাটন’ পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যখন নিজের নাটকের শুটিং চলে, এর ফাঁকেই গ্রিনরুমে ভিডিও তৈরি করেন তিনি। যেখানে তার সঙ্গে উপস্থিত হন সহশিল্পীরা। সাধারণত নানা ধরনের খেলা খেলতে দেখা যায় তাদের। নিজের চ্যানেলের সাবস্ক্রাইবারদের প্রসঙ্গে এ তারকা বলেন, ‘সিলভার বাটনটি বেশ পরেই পেলাম। কারণ, আমার অনেক আগেই ১ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছিল। এখন আমার পরিবার বেশ বড় হয়ে গেছে। আমি বলবো, তাদের কারণেই আমার এই পুরস্কার। আমি তো ইউটিউবার নই। না বুঝেই শুরু করেছিলাম। শুধু সাবস্ক্রাইবারদের ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে।’

গত বছর করোনাকালে ইউটিউবে যুক্ত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। নাম ‘তানজিন তিশা অফিশিয়াল’। সেই চ্যানেলের জন্য ইউটিউব কর্তৃপক্ষের তাকে ‘সিলভার প্লে বাটন’ সম্মাননা দিয়েছেন। শখের বশেই এই প্রাপ্তি। তিনি বলেন, ‘করোনাকালে ঘরেই ছিলাম। চিন্তা করলাম, বাসায় আছি। একটি ইউটিউব চ্যানেল খুলি। পরিবারের সঙ্গে সময় কাটানো, লকডাউনে জন্মদিন, নিজের মেকআপ করাসহ নানা ঘটনার স্মৃতি ভিডিও করে চ্যানেলে রাখা যাবে। সেভাবেই করেছিলাম।’

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ