যেসব মানুষ মোটা বা স্থূলকায় তারা প্রতিনিয়ত বডি শেমিংয়ের শিকার হয়। অনেকেই তাদের শারীরিক গঠন নিয়ে হাসিঠাট্টা করেন। অনেকেই মনে করেন স্থূলকায় নারীরা কোনো বিউটি পেজেন্টে অংশ নিতে পারেন না। সাধারণত স্থূলকায় নারীদের কোনো বিউটি পেজেন্টে দেখাও যায় না।
কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণ করে মোটা বা স্থূলকায় নারীদের নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হয়েছে মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশের অডিশন।
গত ১১ জুন থেকে নগরীতে শুরু হয়েছে রিয়েল হিরো প্রেজেন্টস মিস অ্যান্ড মিসেস প্লাস অনুষ্ঠানটি। দেশ ও দেশের বাইরের নানা বয়সী বিবাহিত ও অবাহিত নারীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
অডিশন রাউন্ডে বিচারক হিসেবে ছিলেন চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক ইমন, নির্মাতা প্রবীর রয় চৌধুরী, চয়নিকা চৌধুরী, ডিজাইনার পোর্শিয়া, কনসালটেন্ট তাওহীদা রহমান ইরিন, ফ্যাশন ডিজাইনার সিলভি মাহমুদ ব্লগার লিয়োনা রাহমান ডাক্তার লাইলা নুর নাজনিন এবং সিনিয়র নিউজ প্রেজেন্টার মুমতাহিনা হাসনাত রিতু প্রমুখ।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে অডিশন দিয়েছেন ৩০০ প্রতিযোগী। এখান থেকে ৭০ জনকে বাছাই করে নেয়া হবে। বিজয়ীকে ঢাকা টু দুবাই ট্যুর ছাড়াও বিভিন্ন ব্র্যান্ড থেকে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী দেয়া হবে। এছাড়া অভিনয়ের সুযোগসহ র্যাম্পে হাঁটার সুযোগ পাবেন বিজয়ীরা।
রিয়েল হিরোস এক্স প্রো এন্ড কমিউনিকেশননের ব্যানারে এটির আয়োজক হচ্ছেন মালা খন্দকার।
নয়া শতাব্দী/ এডি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ