ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নতুন গানে পুরোনোরা

প্রকাশনার সময়: ০৮ জুন ২০২২, ০৮:৪৭

আড়ালে ছিলেন দীর্ঘদিন। নতুন কোনো গানে পাওয়া যাচ্ছিল না তাদের। অনেকেই ধরে নিয়েছিলেন যে তারা হয়তো গানে ফিরবেন না কখনো। এমন হারিয়ে যাওয়ার খোশগল্পের মাঝেই নতুন গানে ফিরেছেন এক সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পীরা।

গত ঈদুল ফিতর থেকেই চমক দিচ্ছেন পুরোনোরা। প্রমিথিউস ব্যান্ডের ভোকালিস্ট বিপ্লব প্রকাশ করেছেন ‘জেটল্যাগ ভালোবাসা’ শিরোনামের একটি গান। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, আরো কিছু নতুন গানের কাজ চলছে, যেগুলো সামনের দিনে প্রকাশ পাবে। সবচেয়ে বড় চমকটা দিয়েছেন পপস্টার ফেরদৌস ওয়াহিদ। তার সুযোগ্য সন্তান হাবিবের সুরে তিনি গেয়েছেন ‘নীল শাড়ী’। ঈদের দু’দিন পরই এটি প্রকাশ পায়। রোমান্টিকধর্মী এই গানটির কথা লিখেছেন সুহূদ সুফিয়ান। এই নতুন গান প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘হঠাৎ করে হাবিব স্টুডিওতে ডেকে গানটি শুনিয়ে বলল ভয়েস দাও। মনে হলো সেই সত্তর দশকের ওয়েস্টার্ন মিউজিকে গানটি গাইলাম! এমন গানে কণ্ঠ দেয়ার পর মন খুশিতে ভরে যায়। এ যেন ছেলের কাছ থেকে ঈদের উপহার।’

অবসকিউর ব্যান্ডের সাঈদ হাসান টিপুর গানের শিরোনাম ‘চলো না যাই ফিরে’। গানটিতে তার সহশিল্পী শাওন মাহমুদ। কণ্ঠশিল্পী সুচিতা নাহিদের কথায় গানটি সুর করেছেন সাজ্জাদ কবির। এ গান প্রসঙ্গে টিপু বলেন, ‘এখন পর্যন্ত সবার কাছ থেকে গানটা নিয়ে ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। ইচ্ছা আছে গানগুলো অ্যালবাম আকারে প্রকাশ করার।’

এদিকে রকস্টার মাহফুজ আনাম জেমসও সরব হয়েছেন সংগীতাঙ্গনে। প্রকাশ করেছেন নতুন গান ‘আই লাভ ইউ’। গত ঈদে শ্রোতাদের ভালোবাসা জানিয়ে গানটি প্রকাশ করেন তিনি। এটির কথা লিখেছেন যৌথভাবে বিশু শিকদার ও জেমস। সুর করেছেন জেমস নিজেই। এছাড়া কনসার্টেও পাওয়া যাচ্ছে এই রকস্টারকে, যা কিনা ভক্তদের জন্য আনন্দের।

অনেকদিন ধরেই সংগীতাঙ্গন থেকে দূরে ছিলেন পপগার্ল কানিজ সুবর্ণা। সংসার জীবনে থিতু হয়েছিলেন তিনি। তবে সম্প্রতি দিয়েছেন নতুন গানের সুখবর। দীর্ঘ সাত বছর পর নতুন গান নিয়ে আসছেন তিনি। ‘মায়া’ শিরোনামে এ গানটির কথা, সুর ও সংগীত করেছেন তানভীর তারেক। আসন্ন ঈদুল আজহায় এটি উন্মুক্ত হবে ধ্রুব মিউজিক স্টেশনে। কানিজ সুবর্ণা বলেন, ‘দিন-তারিখ গুণে বলতে পারব না। তবে ৭ বছরেরও বেশি সময় পরে মাইক্রোফোনের সামনে নতুন গান রেকর্ডের জন্য দাঁড়িয়েছি। কী যে ভালো লাগছে! সম্পূর্ণ ক্রেডিট তানভীর ভাইয়ের। অবশেষে শুরু হলো দারুণ একটা গান দিয়ে। এখন নিয়মিত গান করতে চাই।’

গতকাল মঙ্গলবার ছিল প্রয়াত কিংবদন্তি লাকী আখন্দের জন্মদিন। বিশেষ এই দিনে তারই সুরে অপ্রকাশিত একটি গান প্রকাশ করেছেন পপ গায়িকা মেহরীন মাহমুদ। শিরোনাম ‘সে গানেরই পাখি’। গানটি সম্পর্কে মেহরীন বলেন, ‘এবারের জন্মদিনে লাকী ভাইকে উৎসর্গ করে তারই পুরনো কোনো গান নতুন করে গাইতে চেয়েছিলাম। পরে জানতে পারি তার সুর করা অপ্রকাশিত একটি গান আছে। এক মাস প্র্যাকটিস শেষে গত সপ্তাহে গানটিতে কণ্ঠ দিয়েছি। গানচিত্রও তৈরি করেছি। নির্মাণ করেছেন তাহসিন-নাঈম। পর্দায় আমার সঙ্গে দু’জন মডেলও রয়েছেন।’

শ্রোতারাও পুরোনোদের গান পেয়ে উচ্ছ্বসিত। ফেসবুকে গানগুলো শেয়ার করে মুগ্ধতা প্রকাশ করছেন অনেকেই।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ