অবশেষে ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটতে যাচ্ছে প্রার্থনা ফারদিন দীঘির। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ২ জুন স্ট্রিমিং হতে যাচ্ছে সুমন ধরের ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’।
২০১৯ সালে দীঘিকে ‘শেষ চিঠি’র গল্প শুনিয়েছিলেন নির্মাতা সুমন ধর। তখন একটি ইউটিউব চ্যানেল ছবিটি প্রযোজনার ইচ্ছা প্রকাশ করে। তবে সুমন ধর ও দীঘির ইচ্ছা ছিল ইউটিউবে নয়, অনলাইন প্ল্যাটফর্মের জন্য ছবিটি করার। অনলাইন প্ল্যাটফর্ম ‘চরকি’ ছবিটি নির্মাণে আগ্রহী হলে সুমন ধর বাকি চরিত্রগুলোর জন্য শিল্পী নির্বাচন শুরু করেন। এরপর শুটিং ও সম্পাদনা। ওয়েবে অভিষেকের খবরে দারুণ উচ্ছ্বসিত দীঘি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটা প্রথম যেদিন শুনেছিলাম সেদিন থেকেই মাথায় গেঁথে গিয়েছিল। সব সময় মনে হয়েছে কবে শুটিং করব! গত বছর আমরা উত্তরার একটি শুটিং হাউস ও ৩০০ ফুট এলাকায় শুটিং করেছিলাম। এর মধ্যে আরো কয়েকটি ওয়েব ছবির প্রস্তাব পেয়েছিলাম। তবে প্রথমটি মুক্তির আগে কোনো ওয়েবের কাজ হাতে নিতে চাইনি।’
‘শেষ চিঠি’র গল্প কেমন? জানতে চাইলে দীঘি আরো বলেন, ‘আমি আর ইয়াশ রোহান স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। সাবেরী আলম আমার শাশুড়ি। একটি মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনকার ঘটনা নিয়ে ছবিটির গল্প। নিত্যনতুন অভাব, সম্পর্কের টানাপড়েন, লাল-নীল স্বপ্ন নিয়েই প্রতিটি চরিত্র বেড়ে উঠেছে। দর্শক ছবিটি দেখলে বুঝতে পারবে ঢাকা শহরের প্রতিটি ফ্ল্যাটে বসবাস করা পরিবারের সঙ্গে কতটা মিলে যায়।’
প্রসঙ্গত, ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মে ইয়াশ-দীঘির সঙ্গে আরো অভিনয় করেছেন সাবেরী আলম।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ