ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিলিপাইনে হলিউড ছবি নিষিদ্ধ ঘোষণা

প্রকাশনার সময়: ০১ মে ২০২২, ০৫:০৫

মানচিত্র নিয়ে বিতর্কের জেরে হলিউড ছবি নিষিদ্ধ করলো ফিলিপাইন। সনি পিকচার্সের অ্যাকশন ঘরানার ছবিটির নাম ‘আনচার্টেড’। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

‘আনচার্টেড’ ছবির মূল চরিত্রে দেখা গেছে টম হল্যান্ড ও মার্ক ওয়াহবার্গকে। ছবির দুই সেকেন্ডের একটি দৃশ্যে দক্ষিণ চীন সাগরের ‘নাইন ড্যাশ লাইন’ দেখানো হয়েছে। আর তাতেই আপত্তি ফিলিপাইনের। গত ২৩ ফেব্রুয়ারি ফিলিপাইনে মুক্তি পেয়েছিল ছবিটি।

নাইন ড্যাশ লাইনের মাধ্যমে দক্ষিণ চীন সাগরের বড় একটি অংশের ওপর দাবি করেছে চীন। তবে তাতে আপত্তি আছে প্রতিবেশী দেশ ফিলিপাইন, ব্রুনেই, ভিয়েতনাম ও মালয়েশিয়ার। ছবিটির দৃশ্যকে জাতীয় স্বার্থের বিরোধী বলে আখ্যা দিয়েছে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ