টিপকাণ্ডে এবার মুখ খুললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মিথিলা মনে করেন টিপ আর শাড়ি নিয়ে প্রশ্ন তোলা মানে আত্মমর্যাদায় আঘাত করা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘শাড়ি আর টিপ বাঙালি নারীর প্রিয় সাজ। সেই নিয়ে প্রশ্ন তোলা মানে তার আত্মমর্যাদায় আঘাত করা, যা আমি মেনে নিতে পারছি না। ’’
সবজায়গায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু টিপ। গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় উত্তাল।
কপালে টিপ দেওয়া নিজের ছবি দিয়ে মিথিলা বলেন, “আমার টিপ নিয়ে কোনও কথা নয়, আমার স্বাধীনতা নিয়ে কোনও কথা নয়। যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হওয়ার ভয়, পৃথিবীটা তোমার একার নয়। ”
জনপ্রিয় অভিনেত্রী আরও বলেন, ‘‘ধর্ম আর অসহিষ্ণুতা বিশ্বকে ক্রমশ গ্রাস করছে। আজ হিজাব, কাল টিপ, পরশু শাড়ি। নারীর কিছু না কিছু নিয়ে অকারণ বক্তব্য। এটা একেবারেই কাম্য নয়। আমি কী পরব সেটা সম্পূর্ণ আমার বিষয়। আমি কী করব, সেটাও। যিনি বলবেন তাকে আমার রোষের আগুনে পুড়তে হবে। ’’
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ