ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কেন্দ্রীয় শহীদ মিনারে ফকির আলমগীরকে শেষ শ্রদ্ধা

প্রকাশনার সময়: ২৪ জুলাই ২০২১, ১৪:১৪

লকডাউন ও বৃষ্টি উপেক্ষা করে কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন ভক্ত অনুরাগীরা। শনিবার (২৪ জুলাই) সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মরদেহ।

শনিবার বেলা ১২টার দিকে তার মরদেহ জাতীয় শহীদ মিনারে নেয়া হয়।

ফকির আলমগীরকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের সংস্কৃতি ও রাজধানীর মানুষ’সহ সাধারণ মানুষ লকডাউন ও বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসেন শহীদ মিনারে।

প্রয়াত শিল্পীর ছেলে মাশুক আলমগীর রাজীব জানান, তার বাবার (ফকির আলমগীর) মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় থেকে ১টা পর্যন্ত।

এর আগে আজ সকাল ১১টা খিলগাঁওয়ের পল্লীমা সংসদ মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জোহরের পর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজার পর ফকির আলমগীরকে তালতলা কবরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছে তার পরিবার।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ