ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকায় আসতেই সানি লিওনকে নিয়ে ‘কাড়াকাড়ি’

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২২, ১১:০২

বলিউডের সবচেয়ে আলোচিত-সমলোচিত তারকা সানি লিওন। সম্প্রতি তিনি নিজেকে মার্কিন নাগরিক ও ভুল নাম ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করতে চেষ্টা করায় তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। কিন্তু এরপরও সানি লিওন চলে এসেছেন ঢাকায়! আর তথ্যটি সানি নিজেই জানিয়েছেন।

শনিবার (১২ মার্চ) বিকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দেন সানি লিওন। সেখানে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’।

ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’ সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন। তিনিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করেন, যার পিছনে লেখা ‘ওয়েলকাম টু বাংলাদেশ’।

তবে ঢাকা আসতেই তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দিয়েছে ট্রোলকারীরা।

সোশ্যাল মিডিয়ায় দেখা যায়- কেউ কেউ লিখছে তার অবস্থান জানানো হোক, আবার অনেকেই লিখছে এবার তাহলে ষোলকলা পূর্ণ হলো। এখানে শেষ না হয়ে অনেকেই আবার আরো একধাপ এগিয়ে বলছেন- এবার তাহলে খেলা হবে।

তবে এর মাঝেও অনেকেই সানি লিওনকে স্বাগত জানাতেও ভুল করেন নি।

খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে তিনি রাজধানীর একটি হোটেলে অবস্থান করছেন। পাশাপাশি এও জানা যায়, ‘সোলজার’ নামক চলচ্চিত্রে শুটিং এর জন্য নয় বরং গান বাংলা চ্যানেলের কর্ণধার ও গীতিকার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে পারফর্ম করতেই ঢাকায় এসেছেন সানি লিওন।

এদিকে সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েভারের ইনস্টাগ্রাম পোস্ট থেকেও এর আভাস পাওয়া যায়। কেননা তিনি পোস্ট করেন- পার্টি টাইম।

এর আগে, শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় যে অভিনয়শিল্পী দলকে ভিসা দেওয়া হয়, তাদের একজন ছিলেন সানি লিওন। কিন্তু তার সানি লিওন নামটি গোপন করে মার্কিন নাগরিক পরিচয়ে আবেদন করা হয়েছিল। এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেওয়া আইন-বহির্ভূত। এটি যখন মন্ত্রণালয়ের নজরে আসে, তখন তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়।

তার আগে বুধবার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন বলা হয়, অনিবার্য সানি লিওনের আসার অনুমতি বাতিল করা হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ