বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নজিরবিহীন এক ঘটনা ঘটলো বুধবার (২ মার্চ)। সন্ধ্যায় জায়েদ খান ও নিপুণ আক্তারের সমর্থকদের ধাওয়া করে তেজগাঁও থানার পুলিশ। এতে করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বিএফডিসিতে।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদের প্রার্থিতা বৈধ বলে রায় দেয় হাইকোর্ট। তবে হাইকোর্টের এই রায় মেনে নিতে পারেননি নিপুণ। এরপর থেকে দু’পক্ষের সমর্থক ও বহিরাগতদের অবস্থানে এফডিসিতে শুরু হয় পাল্টাপাল্টি শোডাউন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবুল কালাম ধাওয়া-পাল্টা ধাওয়াকে রুটিন ওয়ার্ক বলে দাবি করেছেন। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা এমন অভিযান নিয়মিত করেন বলে জানান তিনি।
যদিও এতে করে এফডিসির পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং উত্তেজনা বেড়েছে। ইতোমধ্যে জায়েদ শিল্পী সমিতির চেয়ার বসে পড়েছেন। ওদিকে চলচ্চিত্র প্রযোজক সমিতিতে অবস্থান নিয়েছেন নিপুণ।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ