ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘এফডিসিতে আর শিল্পী সমিতির নির্বাচন হতে দেবো না’

প্রকাশনার সময়: ২৯ জানুয়ারি ২০২২, ১৬:১৯

অনেক উৎকণ্ঠা, আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে গতকাল (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়ে ছিলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠেয় এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন, সেই সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের। এ বিষয়টি অপমানজনক দাবি করে এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের পদত্যাগ ও শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে আজীবন অবাঞ্ছিত ঘোষণাসহ বেশকিছু কর্মসূচি দিয়েছেন ১৮ সংগঠনের নেতারা।

শনিবার (২৯ জানুয়ারি) এসব কর্মসূচি ঘোষণা করেন ১৮ সংগঠনের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

এসময় তিনি বলেন, ‘যেহেতু শিল্পীদের নির্বাচন করতে অনেক পুলিশ লাগে, অনেক নিরাপত্তা লাগে এবং অন্যদের সমস্যা হয় তাই আমরা আর কখনোই শিল্পী সমিতির নির্বাচন এফডিসির ভেতরে হতে দেবো না।’

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ