ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ, অভিযোগ নিপুণের

প্রকাশনার সময়: ২৮ জানুয়ারি ২০২২, ১৩:৫০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২, ১৩:৫৫

এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল নয়টায় শুরু হওয়া ভোটকেন্দ্রগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যাও বাড়তে থাকে। তবে সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান চাদরের নিচে থেকে ভোট চাওয়ার সময় টাকা দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ।

আজ শুক্রবার সাংবাদিকদের সামনে তিনি এ অভিযোগ করেন। এ নির্বাচনে ভোটার সংখ্যা ৪২৮ জন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। সভাপতি পদে লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার ।

গত ৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের মেয়াদ শেষ হয়। পরে সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ