বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবারের ভোটারের সংখ্যা ৪২৮ জন হলেও শিল্পীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে ৩০০ জন। এ নিয়ে শিল্পী সমিতির অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে অনেক শিল্পীই বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। সেখানে মাত্র ৪২৮ জন ভোটারের জন্য ৩০০ পুলিশ বাহিনী মোতায়েন ব্যাপারটা কেমন জানি হয়ে গেলো। এ নির্বাচনেতো কোনো সংঘাত হওয়ার প্রশ্নই আসে না। এটি শিল্পীদের একটি মিলন মেলা। তবে কেনো এত প্রশাসন থাকবে।
আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে ভোট শুরুর আগেই বিভিন্ন স্থানে পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। বিশেষ করে এফডিসির মূল ফটকের দুইপাশেই রয়েছেন সারিবদ্ধ পুলিশ সদস্য।
এবারের নির্বাচনের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এফডিসিতে যখন ঢুকলাম, মনে হচ্ছে যুদ্ধ হবে! এত নিরাপত্তা তো এখানে আসলে দরকার নাই। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, নিরাপত্তা একটু কম হলে ভালো হতো।’
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ