ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাসনুভা তিশার ‘আনন্দধ্বনি’

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ০৪:৫২
তাসনুভা তিশা

খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর)। এ উপলক্ষে নির্মিত হয়েছে বড়দিনের বিশেষ নাটক ‘আনন্দধ্বনি’। আপেল মাহমুদের রচনায় এটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। তার বিপরীতে অভিনেতা ইরফান সাজ্জাদ।

নাট্যকার আপেল মাহমুদ বলেন, ‘নাটকের গল্পটি মানসিক টানাপোড়েনের। দু’জন মানুষ একত্রে বসবাস করতে চাইলে দুই পক্ষের কম্প্রোমাইজ জরুরি। আবার এই কম্প্রোমাইজ মানে নিজের স্বকীয়তা বিসর্জন দেয়া নয়। মূল্যবোধ ঠিক রেখে পাশাপাশি চলা যায় কি না তাই বলতে চেষ্টা করেছি এই গল্পে।’

জানা গেছে, নাটকটি আগামী ২৫ ডিসেম্বর রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে এনটিভির পর্দায়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ