ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

একাত্তরের বীরাঙ্গনা অপর্ণা!

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২১, ০৬:৪৯

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। দিবসটি উপলক্ষে বৈশাখী টিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘বীরাঙ্গনা’। নাটকে পাকিস্তানী হানাদার বাহিনী দ্বারা নির্যাতনের শিকার নারীর চরিত্রে অভিনয় করেছেন দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ।

এতে অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামাণিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।

১৯৭১ সাল, চারদিকে যুদ্ধের ডামাডোল। আমঝুপি নামে এক গ্রাম। সে গ্রামেরই মানুষ সয়ফর আর ময়ূরজান। প্রচণ্ড ভালোবাসেন একে-অন্যকে। দেশকে শত্রুমুক্ত করার যুদ্ধে সয়ফর তো আর ঘরে বসে থাকতে পারেন না। সিদ্ধান্ত নেন যুদ্ধে যাওয়ার। কিন্তু ময়ূরজানের কী হবে? অজানা শঙ্কায় নিজেকে ঠিক রাখতে পারেন না সয়ফর। যুদ্ধে যাওয়ার আগে ময়ূরজানকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। মসজিদের ঈমাম ডেকে ময়ূরজানকে বিয়ে করেন। ঠিক সেই রাতেই গ্রামে হানা দেয় পাকিস্তানি আর্মি। ময়ূরজানকে নিয়ে পালান সয়ফর। আশ্রয় নেয় ময়ূরজানের খালা মতিবানুর বাড়ি। সেখানেই এক রকম আতঙ্কে বাসর রাত কাটে তাদের। পরদিন খালার কাছে ময়ূরজানকে রেখে যুদ্ধে চলে যান।

এরপর অন্য ইতিহাস। দেশ স্বাধীন হয়। পাকিস্তানি ক্যাম্প থেকে মুক্ত হন বন্দি ময়ূরজান। তখন তিনি গর্ভবতী। এক পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানকে নিয়ে শুরু হয় আরেক যুদ্ধ। সমাজের নানা লাঞ্ছনা-গঞ্জনা আর অবহেলা। সে এক করুণ কাহিনী। স্বাধীন দেশে ময়ূরজান যেন পরাধীন। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।

নাটকটির গল্প লিখেছেন টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ