দীর্ঘ চার বছরের পরিশ্রম স্বার্থক হয়েছে ঢালিউড তারকা নুসরাত ফারিয়া। শেষ হয়েছে আইন বিষয়ে পড়াশোনা। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে গ্রাজুয়েশন শেষ করলেন তিনি।
মঙ্গলবার ফারিয়া নিজেই নিশ্চিত করলেন তার গ্রাজুয়েশন সম্পন্ন করার খবর।
ফারিয়া বলেন, 'আজ আমার জন্য খুবই আনন্দের দিন। অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাশ করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি সবার কাছেই কৃতজ্ঞ।’
কাজের পাশাপশি পড়াশোনা চালিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্যই মনে করেন ঢাকাই ছবির এ নায়িকা। তবে সবার সহযোগিতায় এই কষ্টসাধ্য কাজটি করা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের দৃশ্যধারণ শেষ করলেন তিনি; সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন ফারিয়া।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বড় আয়োজনের সিনেমাটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ