২১ বছর পর ‘মিস ইউনিভার্স’ এর খেতাব জিতলো ভারত। পাঞ্জাবের ২১ বছর বয়সী তরুণী হারনাজ সান্ধু ‘মিস ইউনিভার্স ২০২১’ নির্বাচিত হয়েছেন। সুস্মিতা সেন, লারা দত্তের পর এবার এই খেতাব জিতে তাক লাগিয়ে দিয়েছেন পাঞ্জাবের এই তরুণী। খবর আনন্দবাজার পত্রিকার।
নিয়ম অনুযায়ী শেষ পর্বে প্রত্যেককেই একটি করে প্রশ্ন করা হয়। সে অনুযায়ী হারনাজের কাছে জানতে চাওয়া হয়, সাম্প্রতিক কালে নারীরা যে ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, সেগুলি কাটিয়ে উঠতে হরনাজ তাঁদের কী পরামর্শ দেবেন?
এর উত্তরে হারনাজ বলেন, ইদানীং নারীরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন। নতুন ‘মিস ইউনিভার্স’-এর চোখে আপাতত এটিই তাঁদের সবচেয়ে বড় সমস্যা। তিনি বলেন, বর্তমান সময়ের যুবক-যুবতীরা নিজেদের উপর বিশ্বাস রাখতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
আপনি সকলের চেয়ে আলাদা— এই বিশ্বাসই আপনাকে সুন্দর করে তোলে। অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। পৃথিবীতে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। সেগুলি নিয়ে আলোচনা করতে হবে।
নারীদের উদ্দেশে তিনি বলেন, সামনে আসুন, নিজের কথা বলুন, আপনার জীবনের নেতৃত্বে আপনিই। আপনার অভিমতও আপনারই। আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। তাই আমি এখানে দাঁড়িয়ে।
হরনাজের সঙ্গেই মিস প্যারাগুয়ে ও মিস সাউথ আফ্রিকাকেও একই প্রশ্ন করা হয়েছিল। নিজের বুদ্ধিমত্তায় বাকি দু’জনকে টেক্কা দিলেন ভারতের সুন্দরী।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ