ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

 সবাইকে চেনা হয়ে গেছে ইমনের

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২১, ২২:৫৬

বিপদে শিল্পী সমিতিকে পাশে পাননি দাবি করেছেন চিত্রনায়ক ইমন। যে কারণে পরবর্তীতে আর নির্বাচন করতে চান না তিনি।

গণমাধ্যমকে ইমন বলেন, ‘শিল্পী সমিতি থেকে কাউকে পাশে পাইনি। প্রথমদিন জায়েদ খান একবার ফোন দিয়েছিল। ধরতে না পেরে পরে কল ব্যাক করলে সে ধরেনি। আর কাউকেই পাইনি। সাতদিন পর আজকে মিশা ভাই কল করে বলে আমেরিকা থেকে দেশে এসেছি। পাশে আছি। কিন্তু সাতদিন পর সব বিপদ কেটে যাওয়ার পর পাশে আছি বলে লাভটা কি?’

তাহসান, মিথিলা এবং ফারিয়ার বিরুদ্ধে মামলা হওয়ার পর প্রতিবাদ জানিয়েছে শিল্প সংঘ। তবে তার বিপদে নিজের সংগঠন শিল্পী সমিতি একটি বিবৃতি না দেওয়ার ক্ষোভ ইমনের।

এই অভিনেতা বলেন, 'নাটকের শিল্প সংঘকে দেখলাম তাহসান মিথিলা ফারিয়ার নামে মামলা হওয়ায় পাশে থাকার বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু চলচ্চিত্রের শিল্পী সমিতি তা করেনি। কোনো দোষ করলাম না তাও এই সংগঠন একটা ফোন করে থেকে মানসিক সাপোর্টও পাইনি। সামনে নির্বাচন আছে। যে সংগঠনের সদস্যরা খারাপ সময়ে শিল্পীদের পাশে থাকে না তাদের সঙ্গে নির্বাচন করবো না।'

নয়া শতাব্দী/এআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ