ঢাকাই চলচ্চিত্রের ‘ইতিহাস’খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা রত্না অনেক দিন ধরে বড়পর্দায় অনুপস্থিত। ব্যক্তিজীবনে ব্যস্ততা, এবং পড়াশোনায় বেশি সময় দেয়ার কারণে এই বিরতি। তবে আশার বাণী হলো শিগগিরই বিরতি ভাঙছেন তিনি।
এ প্রসঙ্গে রত্না বলেন, দেখতে দেখতে বিবাহিত জীবনের অর্ধযুগ পেরিয়ে সাত বছরে পা রাখছি। আমার দাম্পত্য জীবন সুখেই কাটছে। এখন সন্তানরা অনেকটা বড় হয়েছে। তাই কাজ শুরু করেছি। আশা করছি আমার অভিনীত সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন।
রত্নার সর্বশেষ ছবি ‘টাইম মেশিন’ মুক্তি পায় ২০১৮ সালে। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি ছবির কাজ শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে জুয়েল ফারসির ‘অরুন বরুন কিরণ মালা’, সত্য রঞ্জন রোমান্সের ‘পরাণ পাখি’, সরকারি অনুদানে নির্মিত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’, রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’ ও তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’। ছবিগুলো মুক্তির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রত্না।
দুই সন্তান ও স্বামীসহ রত্না
চলচ্চিত্রে রত্নার প্রায় দুই দশকের ক্যারিয়ার। স্কুলে পড়া অবস্থায় প্রথম অভিনয় করেন ফেরদৌস আহমেদের নায়িকা হয়ে। ছবির নাম ছিল ‘কেন ভালোবাসলাম’। এরপর দশম শ্রেণিতে পড়ার সময় প্রস্তাব আসে কাজী হায়াতের কাছ থেকে। তাঁর পরিচালনায় অভিনয় করেন কাজী মারুফের বিপরীতে ‘ইতিহাস’ ছবিতে।
এ ছবির সাফল্যের পর রত্না একের পর এক ছবির প্রস্তাব পেতে শুরু করেন। অভিনয় করেন ‘মরণ নিয়ে খেলা’, ‘ইতিহাস’, ‘পড়ে না চোখের পলক’, ‘তুমি শুধু আমার’, ‘তুমি কী সেই’, ‘প্রিয় সাথী’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘অঙ্ক’, ‘হিংসা প্রতিহিংসা’সহ অসংখ্য দর্শকপ্রিয় ছবিতে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ