সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ ভিডিওচিত্র ‘বাবা তোমায় মনে পড়ে’। গানটি লিখেছেন গীতিকার মুজাহিদুল ইসলাম। সুর করেছেন শাহাবুদ্দিন মজুমদার। ব্যতিক্রমী এই গানে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী সুরাইয়া পাপড়ি। বাউল স্টুডিওতে রেকর্ডকৃত গানটির ভিডিও চিত্র ধারণ করেছেন মাসুদ ও কামরুল।
ভিডিওচিত্রে অভিনয় করেছেন লিয়াকত, সামিয়া, বাবলু, আতোয়ার, রতনসহ আরও অনেকে। ভিডিওচিত্রটি থার্ড আই স্টুডিওতে সম্পাদনা করা হয়েছে। ব্যতিক্রমী এই ভিডিওচিত্রের পরিকল্পনা, গল্প ও পরিচালনা করেছেন মীর লিয়াকত আলী। ভিডিওচিত্রটি ‘এডুকেশন মিউজিয়াম’ ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
গানের মর্মকথা:
ভিডিওচিত্রের গল্পে দেখা যাবে মুজাহিদুল ইসলাম বড় চাকুরিজীবী। সব থাকলেও সুখ নেই সংসারে। মনে সবসময় হতাশা। অনেক সাধনার পর মধ্যবয়সে স্ত্রীর কোল জুড়ে আসে কন্যা সন্তান। ঘুচে যায় নি:সন্তান দম্পতির নামের অপবাদ। খুশিতে আত্মহারা বাবা। নাম রাখেন বর্ণা।
মেয়ের মন ভালো করতে আর কোনো কৌশলই খাটে না। সব উত্তর যেন ফুরিয়ে গেছে। অপরদিকে মুজাহিদুলেরও একই অবস্থা। কাজে মন বসে না দূর প্রবাসে। মেয়ের স্মৃতি বার বার চোখের সামনে ভেসে ওঠে। আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। আচরণ করতে থাকেন অস্বাভাবিক। অফিসের লোকজন কিছুটা বুঝতে পারে। একদিন চেয়ারেই তিনি হার্ট এ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এসব ছোটখাটো মর্মস্পর্শী ঘটনা নিয়ে গানটির ভিডিও চিত্রের গল্প এগিয়েছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ