তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার রাতে এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, প্রতিমন্ত্রী থাকাকালে নানান সময়ে বিতর্কিত মন্তব্যের জেরে বেশ কয়েকদিন ধরেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ডা. মুরাদ। বিশেষ করে রাষ্ট্রধর্ম, রাজনীতি, খালেদা জিয়ার নাতনি ও সবশেষ চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে ফোনালাপ ফাঁস নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তার উল্টাপাল্টা মন্তব্য এবং অস্বাভাবিক আচরণের কারণে দলও বিব্রত হতে হয়েছে।
এসব ঘটনায় প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নিজ দফতরে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
এদিকে সামাজিক মাধ্যমে ডা. মুরাদ হাসানের আরও কিছু বিতর্কিত বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। এরমধ্যে একটি ভিডিও ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়িকা মৌসুমীকে ঘিরে।
চিত্রনায়িকা মৌসুমীর শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করেছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে চিত্রনায়িকা মৌসুমীর শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করে ডা. মুরাদ বলেন, ‘কেয়ামত থেকে কেয়ামত-অসাধারণ একটি ছবি। সুপার-ডুপার হিট। মৌসুমী এখনও অভিনয় করছেন। সবই ভালো, শুধু ওয়েটটা কমাতে হবে। ফিল্মে যারা অভিনয় করবেন, তাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, ওয়েটটার দিকে নজর রাখবেন।’
জানা যায়, গত অক্টোবরের শেষ সপ্তাহে ‘স্বপ্নের রাজকুমার’ সিনেমার মহরতে উপস্থিত ছিলেন ডা. মুরাদ হাসান। সেখানেই তিনি মৌসুমীকে নিয়ে ওই কটূ মন্তব্য করেন।
গত ৩০ নভেম্বর ‘ময়ূরাক্ষী’সিনেমার মহরতে গিয়ে আবারও মৌসুমীকে নিয়ে অশালীন মন্তব্য করেন তিনি। বলেন, ‘এর আগে মৌসুমীকে নিয়ে কথা বলেছিলাম। অনেকেই মাইন্ড করেছেন। মৌসুমীকে টার্গেট করে বলেছি, তা তো নয়। আমি সবাইকে বলেছি। একজন নায়িকার ওয়েট কন্ট্রোল করতে হবে। নায়িকার ভূমিকায় কেউ যদি এমন ‘মোটাসোটা’ হয়, এতে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়।’
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ