ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ডা. মুরাদকে ধিক্কার জানায়ে যা বললেন ন্যান্সি

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২১, ২২:৫৩

বেগম খালেদা জিয়ার নাতনী ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এছাড়াও এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন ৪০ নারী অধিকারকর্মী। ব্যাপারটি নিয়ে ব্যাপাক সমালোচনা করেছেন কণ্ঠশিল্পী ন্যান্সিও। যা নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রকাশ করেন তিনি।

কণ্ঠশিল্পী লিখেছেন, ‘এমন বিকৃত রুচি, বিকৃত ভাষার মানুষ আমাদের বর্তমান সরকারের প্রতিমন্ত্রী! রাজনীতির ময়দানে পক্ষ-বিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে সস্তা পাবলিসিটির জন্য যে লোক একজন নারীকে সম্মান দিতে জানে না তাকে ধিক্কার জানাই। জাইমা রহমানকে নিয়ে করা এমন জঘন্য বানোয়াট বক্তব্য প্রত্যাহারে সরকার কি ভূমিকা পালন করেন তা দেখার অপেক্ষায় বাঙালি জাতি।’

এ দিকে ভয়ংকর তথ্য ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। যেখানে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অপর প্রান্তে ছিলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।

নেটদুনিয়াজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে- তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের ফোনালাপ। সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন ‘অকথ্য ভাষা’ সহজভাবে নিতে পারছেন না শোবিজ অঙ্গনের মানুষজনও।

এ ঘাটনায় জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন তার ফেসবুকে লিখেছেন, ‘বৃষ্টিভেজা সুন্দর এই সকালটা শুরু হলো কুৎসিত এক কলরেকর্ড শুনে’। শুধু মাত্র এতটুকু কথাতেই গর্জে ওঠে সবাই। সমালোচনার ঝড় বয়ে যায় তার কমেন্ট বক্সে।

অন্যদিকে স্বামীসহ সৌদি আরবে ওমরা পালন করতে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখান থেকে অডিও ক্লিপ নিয়ে ফেসবুক লাইভে আসলেন তিনও।

লাইভে মাহি বলেন, ইবাদত করতে এসেছি আমি ঠিক মতো একটা মোবাইলও হাতে রাখি না। আমি যে কথাটা বলতে লাইভে এসেছি তাহ হলো

কিন্তু আপনারা নিজের থেকে একটু কিন্তা করে দেখবেন। এ ভাষার প্রতিউত্তরে বা এ ব্যবহারে প্রতিউত্তরে আমার আসলে কি দেয়ার উচিত ছিলো। আসলে কোনো কিছু বলার ভাষা সেদিন আমার ছিলো না। সে জন্য আমি কোনো প্রতিবাদ করি নাই। আমার মনে হচ্ছিল যে ভাবে পাশ কাটা দরকার সে ভাবে পাশ কেটে আসছি। আমি চুপ ছিলাম। আর এটা আজ থেকে দুই বছর আগের ঘটনা। আমি বরাবরের মতোই সব সময় আল্লাহর কাছে বলি আল্লাহ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে পেয়েছি কোনো না কোনো ভাবেই একদিন সে রেজাল্ট তিনি পেয়েছেন এটা প্রমাণিত। আলহামদুলিল্লাহ।

এ সময় তিনি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, আমি এখানে ফোন ধরতে পারছি না কারণ এখনে এসব নিয়ে কথা বলার মতো পরিবেশ নাই। আপনারা আমার হয়ে আমার জায়গা থেকে চিন্তা করবেন আমি দোষ করেছি নাকি করি নাই। আল্লাহ সাক্ষী আমি কোন দোষ করি নাই।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ