স্বামী রাাকিব সরকারকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন। গত বুধবার (২৪ নভেম্বর) মাহিয়া মাহি ওমরাহ পালন করতে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী রাকিব সরকারকে ট্যাগ করে একটি পোস্টের মাধ্যমে জানান। সেই সুবাদে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে। এরপর থেকেই মাহিকে নিয়ে ব্যপক আলোচনা-সমালোচনা শুরু হয় বিনোদন জগতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সৌদি আরবে কেমন আছেন মাহি?
ওমরাহ শেষে মাহি অনেকগুলো ছবি শেয়ার করেছেন ইনস্ট্রাগ্রামে। ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ। ছবিগুলোতে দেখা যায় মরুভূমির বুকে স্বামীর সঙ্গে বেস রোমান্টিক মুডে রয়েছেন তিনি। তাই ধারণা করা যায়, স্বামীর সঙ্গে বেস ফুরফুরে মেজাজেই রয়েছেন মাহি। ছবিতে আরও দেখা যায়, বিকেলের সূর্য আর মরুর বালু যেনো মাহি-রাকিবের জন্য সোনালি প্রান্তরে রূপ নিয়েছিলো। উষ্ণ মরুর বালু আর পড়ন্ত বিকেলের সোনালি সূর্যটা যেনো তাদের ভালোবাসার সাক্ষী হওয়ার এ সুযোগ হাতছাড়া করতে চায়নি। একে অপরকে আলিঙ্গনে মরুর প্রান্তরে ভালোবাসার কাব্য রচনা করলেন এ জুটি। সেই ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভক্তদের বার্তা দিলেন, ‘তারা, ভালো আছেন।’
মাহির পরনে বোরখা ও হিজাব। স্বামী রাকিব সরকার পরেছেন পাঞ্জাবি। ডুবে যেতে থাকা সূর্যের আলো ছড়িয়ে পড়েছে মরুভূমির বালিতে। ডুবে যাওয়ার আগে পাহাড়ের কোণে শেষবারের মতো উঁকি মারছে রক্তিম সূর্য। এমন গোধূলি লগনে মাহির হাতে একগুচ্ছ গোলাপ তুলে তাকে ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন স্বামী রাকিব সরকার।
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, স্বামীর কপালে ভালোবাসার চুম্বন এঁকে দিচ্ছেন মাহি। অপর একটি ছবিতে রাকিব মাহির হাত ধরে তার ভালোবাসার বহিঃপ্রকাশ করতে দেখা যায়।
এরআগে, সৌদির উদ্দেশে দেশ ছাড়ার আগের ফেসবুক পোস্টে মাহি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহ পালন করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার (স্বামী) তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন তিনি। চলতি বছরের ২২ মে তারা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ