প্রিয়দর্শিনী মৌসুমী ও মিষ্টি হাসির নায়িকা পূর্ণিমা তাদের অভিনয় জীবনের চলার পথে একসঙ্গে বেশকিছু সিনেমাতে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেঘলা আকাশ’, ‘বিপজ্জনক’, ‘লাল দরিয়া’, ‘মুখোমুখি’। খুব বেশি সিনেমাতে মৌসুমী ও পূর্ণিমার একসঙ্গে কাজ করা না হলেও তাদের অভিনীত সিনেমার প্রতি দর্শকের আলাদা এক ধরনের ভালোলাগা রয়েছে। সময়ের ধারাবাহিকতায় দুজনেই আজ অভিনয়ে পরিপূর্ণ। দুজনেরই রয়েছে এখনো দারুণ দর্শকপ্রিয়তা। এখনো দর্শকের আগ্রহ রয়েছে তাদের অভিনীত সিনেমার প্রতি।
দুজনই জানালেন দর্শকের আগ্রহ থাকলে এবং ভালো গল্প পেলে দুজনেই আবারো একসঙ্গে একই সিনেমায় কাজ করতে আগ্রহী। মৌসুমী এই মুহূর্তে আমেরিকায় আছেন। আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে ব্যস্ত হয়ে উঠবেন নিয়মিত কর্মকাণ্ডে মানে সিনেমা কিংবা নাটকে।
এদিকে পূর্ণিমা দেশেই আছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি সিনেমা। দুটি সিনেমা হচ্ছে নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’। একটিতে পূর্ণিমার বিপরীতে রয়েছেন ফেরদৌস এবং অন্যটিতে আছেন আরিফিন শুভ।
এদিকে অক্টোবরের মাঝামাঝি সময়ে আমেরিকায় যাবার আগে তিনটি সিনেমার কাজ শেষ করে গেছেন মৌসুমী। সিনেমাগুলো হচ্ছে জাহিদ হোসেনের ‘সোনার চর’, মির্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙ্গন’ ও আশুতোষ সুজনের ‘দেশান্তর’। সোনার চর’-এ তার বিপরীতে আছেন ওমর সানী, ‘ভাঙ্গন’-এ আছেন ফজলুর রহমান বাবু ও প্রাণ রায় এবং ‘দেশান্তর’-এ আছেন আহমেদ রুবেল। ‘ভাঙ্গন’ ও ‘দেশান্তর’ সরকারি অনুদানের সিনেমা।
এদিকে পূর্ণিমার উপস্থাপনায় দেশ টিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পূর্ণিমার আলো’। এরই মধ্যে এই অনুষ্ঠানে পূর্ণিমার আহ্বানে অংশ নিয়েছেন মৌসুমী ও ওমরসানীসহ অনেক তারকা এবং তারকা জুটি। এদিকে বঙ্গমাতা রূপে শিগগিরই পূর্ণিমাকে দেখা যাবে নজরুল ইসলাম পরিচালিত ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায়। এই সিনেমার শুটিংয়ের আগে সংলাপ পরিমার্জন ও সংশোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমাটি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ