ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

যে কারণে নিপুণ নেবেন ১ টাকা

প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২১, ০৪:৩৬

অভিনয়ের দ্যুতি ছড়িয়ে দুইবার জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাণিজ্যিক সিনেমায়ও পেয়েছেন সাফল্য। এরপরও বেশ কয়েক বছর ধরে সিনেমায় দেখা যায়নি তাকে। নিজের ব্যবসা ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত ছিলেন। অবশেষে ‘মনোলোক’ নামের সিনেমা দিয়ে রূপালি দুনিয়ায় ফিরলেন নিপুণ। ফিরেই দিলেন চমক। এই সিনেয়ায় মাত্র ১ টাকা সম্মানীতে যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটির মহরতেই জানা গেল এই তথ্য।

অভিনেত্রী নিপুণের সঙ্গে যোগাযোগ হলে তিনি জানালেন ১ টাকার রহস্যের জট। নিপুণ বলেন, ‘এখানে আমি যার চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আমি থাকব না, কিন্তু এই সিনেমাটি সারাজীবন থেকে যাবে। সিনেমাটির প্রতি সম্মান জানিয়েই মূলত আমি কোনো সম্মানী নিতে চাইনি। কিন্তু তারা বলল, চুক্তিপত্রের জন্য কিছু হলেও নিতে হবে। তখন আমি বললাম, ঠিক আছে আমাকে তাহলে এক টাকা দিন।’

কার চরিত্রে অভিনয় করছেন সে বিষয়টা এখনই জানাতে চান না নিপুণ। তবে এটুকু জানালেন, সিনেমাটির গল্প-ভাবনা তাকে পুনরায় সিনেমায় ফিরতে উৎসাহ জুগিয়েছে। তিনি বলেন, ‘এই সিনেমার জন্য আমাদের অনেক প্রস্তুতি। আমি নিজেই ১৮টি দিন রিহার্সেল করেছি। অন্যান্য শিল্পীরা প্রায় এক মাস রিহার্সেল করেছেন। লুক টেস্ট, স্ক্রিন টেস্ট সব মিলিয়ে ব্যাপক প্রস্তুতি। সুতরাং বুঝতেই পারছেন, সিনেমাটি কত গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা।’

‘মনোলোক’র পর নিপুণকে কি নিয়মিত সিনেমায় দেখা যাবে? প্রশ্নটা শুনে অভিনেত্রী বললেন, ‘আমি তো কাজ করতেই চাই। কিন্তু সব কিছু মনের মতো হলেই করব।’

নতুন এই সিনেমা রচনা ও পরিচালনা করছেন শহীদ রায়হান। মনস্তাত্ত্বিক ঘরানার সিনেমাটির প্রযোজনায় আছেন হাফিজ আলম বক্স। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে শুটিং। টানা শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির কাজ সম্পন্ন করা হবে। সব কিছু ঠিক থাকলে আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে এটি মুক্তি পাবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ